রাজ্যে ফের সামান্য বাড়ল করোনা সংক্রমণ, একদিনে মৃত ২৭

মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ পার।

Updated By: Jul 1, 2021, 10:38 PM IST
রাজ্যে ফের সামান্য বাড়ল করোনা সংক্রমণ, একদিনে মৃত ২৭

নিজস্ব প্রতিবেদন: সংখ্যার বিচারে সামান্যই। তবে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ফের বাড়ল করোনা সংক্রমণ। উত্তর ২৪ পরগনা নয়, সংক্রমণে নিরিখে প্রথম স্থান চলে এল পশ্চিম মেদিনীপুর। তবে, এবার নিম্নমুখী মৃত্যুর হার।

স্বাস্থ্য দফতরের রিপোর্ট, গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে নতুন করে করোনা সংক্রমণের কবলে পড়লেন ১, ৫০১ জন।  আক্রান্তের মধ্যে সর্বাধিক ১৪১ জন পশ্চিম মেদিনীপুরের। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা, আক্রান্তের সংখ্যা ১৩৬। তৃতীয় স্থানে দার্জিলিং। গত ২৪ ঘণ্টা পাহাড়ে ১৩৫ জনের শরীরের থাবা বসিয়েছে ভাইরাস। আর কলকাতায় ১২৭ জন। সবমিলিয়ে রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ পেরিয়ে গেল। 

আরও পড়ুন: টিকা নিতে সূচ ফোটাতে হবে না, জরুরি ভিত্তিতে ৩ ডোজের জাইকভ-ডি ছাড়পত্রের আবেদন

গত কয়েক দিন ধরে করোনা আক্রান্তের করোনার গ্রাফ ছিল নিম্নমুখী। কিন্তু মৃতের সংখ্যা বাড়ছিল। এবার উল্টো ঘটনা ঘটল। রাজ্যে যখন সামান্য বাড়ল আক্রান্তের সংখ্যা, তখন একদিনে করোনায় প্রাণ গেল ২৭ জনে। যা আগের দিনের তুলনায় কম। মৃতেরা কলকাতা, উত্তর ২৪ পরগনা, নদিয়া, পশ্চিম বর্ধমান, জলপাইগুড়ি ও দার্জিলিং-র বাসিন্দা।

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.