মালদার ভোটে রিগিংয়ের আশঙ্কা শাসক দলের, যোগসাজশের অভিযোগ কং-কমিশনের বিরদ্ধে
এ যেন উলোটপূরাণ। এতদিন যে অভিযোগটা করে আসছে বিরোধীরা, সেটাই করলেন শাসক দলের সর্বভারতীয় সম্পাদক। কমিশনে অভিযোগও দায়ের করলেন তৃণমূল কংগ্রেস নেতা মুকুল রায়। শাসক দল আশঙ্কা প্রকাশ করছে মালদার ভোটে রিগিং করবে কংগ্রেস। আর তাতে মদত দেবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সঙ্গে কংগ্রেসের যোগসাজশের অভিযোগও করেছেন মুকুল।
এ যেন উলোটপূরাণ। এতদিন যে অভিযোগটা করে আসছে বিরোধীরা, সেটাই করলেন শাসক দলের সর্বভারতীয় সম্পাদক। কমিশনে অভিযোগও দায়ের করলেন তৃণমূল কংগ্রেস নেতা মুকুল রায়। শাসক দল আশঙ্কা প্রকাশ করছে মালদার ভোটে রিগিং করবে কংগ্রেস। আর তাতে মদত দেবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সঙ্গে কংগ্রেসের যোগসাজশের অভিযোগও করেছেন মুকুল।
সঙ্গে মুকুল রায় বলেন, ইডি কে জানি না। ইডি খবর পেড নিউজ। মালদায় দেদার টাকা বিলোচ্ছে কংগ্রেস-সিপিআইএম। প্রসঙ্গত, মালদা জেলায় দুটি লোকসভা কেন্দ্র আছে। দুটি কেন্দ্রেই তৃণমূল বেশ কিছুটা পিছিয়ে আছে। চাপে আছে বুঝতে পেরেই ক্ষমতায় আসার পর এই প্রথমবার রিগিংয়ের বিরুদ্ধে সোচ্চার তৃণমূল। এমটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
এদিকে দ্বিতীয় দফার ভোটের আগে কড়া কমিশন। কমিশনের নির্দেশে সরানো হচ্ছে ১৫ জন ওসি ও ৩জন বিডিও। বর্ধমান, হাওড়া, উত্তর ২৪ পরগনার একাধিক ওসির নাম। তালিকায় আছেন মঙ্গলকোটের ওসিও। বদলির নির্দেশ দিল কমিশন।