মায়াবতী

জন্ম- ১৫ জানুয়ারি, ১৯৫৬ পদ- বহুজন সমাজ পার্টির প্রধান, উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Updated By: Apr 7, 2014, 06:13 PM IST

জন্ম- ১৫ জানুয়ারি, ১৯৫৬

পদ- বহুজন সমাজ পার্টির প্রধান, উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

শাসনকালে কোটি কোটি টাকা খরচ করে দলিত নেতাদের মূর্তি স্থাপন করেন। ২০০৯ সালে লোকসভা নির্বাচনে ২০টি সিটে জেতে বহুজন সমাজ পার্টি। ৬ মার্চ ২০১২ সালে সমাজবাদী পার্টির কাছে হেরে যায় মায়াবতীর দল। ১৩ মার্চ রাজ্যসভায় মনোনয়ন জমা দেন ও ২২ মার্চ সাংসদ নির্বাচিত হন।

শাসনকালে মান্যবর শ্রী কাঁসি রামজী গ্রিন(ইকো) গার্ডেন, রাষ্ট্রীয় দলিত প্রেরনা স্থল ও গ্রিন গার্ডেন, ডাক্তার ভিমরাও আম্বেদকর সামাজিক পরিবর্তন প্রতীক স্থন উদ্বোধন করে সমালোচনার মুখ পড়েন।

জনপ্রিয়তা কোথায়- দলিত ভোটব্যাঙ্ক।
কোথায় জনপ্রিয়তার অভাব- উত্তর প্রদেশের বহেনজীর জনপ্রিয়তায় ঘাটতি। বিধানসভা ভোটে মুখ থুবড়ে পড়া। বিদেশি ব্যাঙ্ক, উইকিলিকস বিতর্ক।

.