নীতিশ কুমার

নীতিশ কুমার

Updated By: Apr 7, 2014, 06:12 PM IST

জন্ম- ১ মার্চ, ১৯৫১

পদ- ২০০৫ সাল থেকে বিহারের মুখ্যমন্ত্রী।

সংযুক্ত জনতা দলের এই নেতা নরেন্দ্র মোদীর বিরোধিতা করে বিজেপির সঙ্গে ১৭ বছরের জোট ছিন্ন করে এনডিএ থেকে বেড়িয়ে এসেছেন নীতিশ। গুজরাটের `উন্নয়ন`-এর কৃতিত্ব দাবি করেন নরেন্দ্র মোদী তাহলে বিহারেও উন্নয়নের কাণ্ডারী হিসাবে নিজেকে তুলে ধরতেই পারেন নীতিশ।

চারদিকে মোদী হাওয়ার উল্টো দিকে হেঁটে নীতিশ ও তাঁর দলের ভোটব্যাঙ্ক এবারের লোকসভা নির্বাচনে যে কোনও দলের ক্ষেত্রেই লোভনীয়। কংগ্রেস-বিজেপির বিকল্প রূপে বিভিন্ন বাম দল গুলির সঙ্গে তৃতীয় ফ্রন্ট গড়ে তোলার কাজে অগ্রনী ভূমিকা নিচ্ছেন নীতিশ। এবারের নির্বাচনে অন্যতম কি ফ্যাক্টর হতে পারেন নীতিশ ও তাঁর দল। ক্ষমতার গদি কার দখলে থাকবে সে বিষয়ে নীতিশের দল হতে পারেন অন্যতম কি ফ্যাক্টর।

.