৬৬ শতাংশেরও বেশি ভোট দেশে, নতুন রেকর্ড গড়ল ভারত

শেষ দফায় ভোটদানের নতুন রেকর্ড গড় দেশ. ৬৬.৩৮ শতাংশ ভোট পড়ল দেশে. ১৯৮৪-৮৫ সালের সর্বোচ্চ ৬৪.০১ শতাংশ ভোটের রেক৪ড ছাপিয়ে গেল দেশ.

Updated By: May 12, 2014, 08:16 PM IST

শেষ দফায় ভোটদানের নতুন রেকর্ড গড় দেশ. ৬৬.৩৮ শতাংশ ভোট পড়ল দেশে. ১৯৮৪-৮৫ সালের সর্বোচ্চ ৬৪.০১ শতাংশ ভোটের রেক৪ড ছাপিয়ে গেল দেশ.

পশ্চিমবঙ্গের সঙ্গেই দেশজুড়ে শুরু শেষ দফার নির্বাচন। তিন রাজ্যের একচল্লিশটি আসনে ভোটগ্রহণ। পশ্চিমবঙ্গের সতেরোটি আসন ছাড়া ভোট নেওয়া হবে বিহারের ছটি এবং উত্তর প্রদেশের আঠেরোটি আসনে। এর মধ্যেই নজরে বারাণসী লোকসভা কেন্দ্রের দিকে। বারাণসী কেন্দ্রে লড়ছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। আজমগড় কেন্দ্রে ভাগ্য নির্ধারিত হবে এসপি সুপ্রিমো মুলায়ম সিং যাদবের। যেসব হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে তাঁদের মধ্যে আছেন কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া জগদম্বিকা পাল, কেন্দ্রীয় মন্ত্রী আরপিএন সিং এবং আরজেডি নেতা রঘুবংশ প্রসাদ সিং।

৪টে ৩১-- নরেন্দ্র মোদীর ভিডিও বার্তা পরিস্কার নির্বাচনী বিধিভঙ্গ করেছে বলে অভিযোগ শাকিল আহমেদের।

৩টে ৫১-- বারাণসীতে বিকেল ৩টে অবধি ভোট পড়ল ৪৫.২০%।

৩টা ৩৯-- বেলা ৩টে অবধি বিহারে ভোট দানের হার ৪৭.১৪%। উত্তরপ্রদেশে ভোট দানের হার ৪৪.৫%।

৩টে ৩৩-- সূত্রে খবর, বিকেল ৫টায় আলোচনায় বসছে কংগ্রেস কোর কমিটি।

২টা ৫৯-- কংগ্রেসের নির্বাচনী প্রতীক আঁকা পোশাক পরে ভোট দেওয়া নিয়ে নিজের সাফাই দিলেন অজয় রাই। জানালেন তিনি সব সময়ই এই পোশাক পড়েন।

২টা ৫৫-- ডেরক ও বতায়েন, তৃণমূল: শান্তিপূর্ণ নির্বাচনে কিছু সিপিআইএম গুন্ডা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। কিন্তু তারা সফল হয়নি।

২টা ৩৮-- নির্বাচন কমিশনের কাছে মিডিয়াতে মোদীর ভিডিও বার্তা প্রকাশ করা নিয়ে অভিযোগ জানাল আপ।

২টা ৩১--- অরুণ জেটলি: ব্যপক পরিমাণে ভোট দান চূড়ান্ত সিদ্ধান্তের ইঙ্গিতবাহী। আর এই নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত শুধুমাত্র মোদী, বিজেপি বা এনডিএ-এর পক্ষে হতে পারে।

২টা ৩০-- আরজেডি সমর্থকদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ার জন্য জেডিইউ বিধাইয়ক পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল।

২টা ১৪-- বারাণসীর কংগ্রেস প্রার্থী অজয় রাইয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল বারাণসী পুলিস।

২টা ০৩--- নরেন্দ্র মোদীর ভিডিও টুইটকে নির্বাচনী বিধিভঙ্গ বলে দাবি করলেন কে সি মিত্তল, (কংগ্রেসের আইনি বিভাগের প্রধান)। এফআইআর-এর দাবি করলেন তিনি।

১টা ৩৯--- নরেন্দ্র মোদীর ভিডিও বার্তা নিয়ে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানানোর সিদ্ধান্ত নিল কংগ্রেস।

১টা ৩৪--- বিহারের ছ'টি লোকসভায় বেলা ১টা পর্যন্ত ৩৭.৮৬% ভোট পড়ল।

১টা ১৯-- মোদীর ভিডিও মেসেজ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন অজয় মাকেন। কীভাবে কোনও নিউজ চ্যানেল এই ভিডিও প্রচারিত হয় সেই বিষয়ে প্রশ্ন তুললেন তিনি।

১২টা ৫১-- বিহারের ছ'টি আসনে বেলা ১২টা অবধি ভোট পড়েছে ৩০.৯৭%।

১২টা ২২-- বারাণসীর বহু ভোটার অভিযোগ করলেন সেই কেন্দ্রে খুব ধিমে গতিতে ভোট প্রক্রিয়া চলছে।

১২টা ১০-- নরেন্দ্র মোদী : মানুষের অংশগ্রহণ ছাড়া গণতন্ত্রের এই উৎসব উদযাপন সম্ভব নয়। যুব সমাজের সঙ্গে মহিলারাও ব্যাপক হারে এই বারের নির্বাচনে অংশগ্রহণ করছেন। সুষ্ঠু নির্বাচনের জন্য আমি আশা করব নির্বাচন কমিশন শুধু মাত্র রাজ্য পুলিসের উপর ভরসা না করে কেন্দ্রীয় বাহিনী নিযুক্ত করবেন।

১২টা ০৬-- নির্বাচন কমিশন বারাণসীর কংগ্রেসপ্রার্থী অজয় রাইয়ের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিলেন।

১১টা ৪০-- মুখ্য নির্বাচক আধিকারিক উমেশ সিনহা জানিয়েছেন যে নির্বাচন আধিকারিক ল্যাপটপে অখিলেশ যাদবের ছবি লাগিয়েছেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

১১টা ৩৮-- বারাণসীতে বেলা ১১টা ৩৮ পর্যন্ত ২৮% ভোট পড়েছে।

১১টা ৩৪-- নরেন্দ্র মোদীর টুইট-- যারা আজকের ভোটার তারা কি সবাই ভোট দিয়েছেন? যদি না, তাহলে দয়া করে এখনই ভোট দান কেন্দ্রে যান।

১১টা ২৯-- বিহারের ছটি লোকসভা কেন্দ্রে বেলা ১১টা অবধি ভোট পড়েছে ২১.১৭%

১১টা ২৮-- উত্তরপ্রদেশে ১৮টি আসনে ১১টা ভোট পড়েছে ১১.৯৫%

১১টা ১৪-- অজয় রাইয়ের ঘটনা প্রসঙ্গে মুরলী মনোহর যোশীর মন্তব্য, ''এটি অতন্ত্য ছোট ঘটনা। যে দল জিততে চলেছে আমার মনে হয় না তাদের এই নিয়ে কিছু যায় আসে।''

১১টা ০১-- পশ্চিমবঙ্গে ভোট চলাকালীন সন্ত্রাস প্রসঙ্গে মুখ খুললেন সিপিআইএম নেতা সিতারাম ইয়েচুরি। তিনি জানিয়েছেন তৃণকংগ্রেসের গুণ্ডা সমর্থকরা খুল্লামখুল্লা ঘুরে বেড়াছে সাধারণ ভোটারদের উপর সন্ত্রাস তৈরি করছে, কিন্তু কেউই এই বিষয়টির উপর নজর রাখছে না।

১০টা ৫৫-- নির্বাচনী পর্যবেক্ষক প্রবীণ কুমার জানালেন অজয় রাইয়ের কুর্তায় কংগ্রেসের প্রতীক নির্বাচনী বিধিভঙ্গের আওতায় পড়ে। দিল্লিতে কমিশনের দফতরে এই নিয়ে রিপোর্ট জমা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

১০টা ৫০- নির্বাচনী কেন্দ্রের মধ্যেই উত্তরপ্রদেশে নির্বাচনী আধিকারিকের ল্যাপটপে অখিলেশ যাদবের ছবি। নির্বাচনী বিধাভঙ্গের অভিযোগ আনল বিজেপি।

১০টা ২৮-- বিহারের ছটি আসনে সকাল ১০টা অবধি ভোট পড়েছে ১৭.৭৮%

১০টা ১০-- অজয় রাই যে বুথে দলের প্রতীকের ছবি দেওয়া কুর্তা পড়ে ভোট দিতে গিয়েছিলেন সেই বুথের ভিডিও ফুটেজ চেয়ে পাঠালেন অজয় রাই।

৯টা ৫৯- সকাল ৯টা অবধি উত্তর প্রদেশে ভোট পড়েছে ১০.৩%।

৯টা ৫৪- বারাণসীতে জিতবেন নরেন্দ্র মোদী। দাবি বিজেপি নেতা মুখতার আব্বাস নখভির।

৯টা ৩৭- বিহারে সকাল ৯টা অবধি ভোট পড়েছে ১১.৩৯%।

৯টা ০৫- কংগ্রেসের নির্বাচনী প্রতীকের ছবি দেওয়া কুর্তা পড়ে বারাণসীতে ভোট দিলেন কংগ্রেস প্রার্থী অজয় রাই। উঠল নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ। যদিও তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রবৃত্ত হয়ে কোনও অভিযোগ দায়ের করেনি নির্বাচন কমিশন।

৮টা ৫০- আমি বারাণসীর সাধারণ মানুষকে অনুরোধ করছি বেড়িয়ে আসুন, ভোট দিন। আমাদের যুদ্ধ নরেন্দ্র মোদী, অজয় রাইয়ের বিরুদ্ধে। মন্তব্য আম আদমি পার্টি সুপ্রিমো ও বারাণসীর প্রার্থী অরবিন্দ কেজরিওয়ালের।

৮টা ৪৫- নরেন্দ্র মোদী বিকাশের কথা বলছেন আর আরএসএস বিনাস করছে। এটাই ওঁদের কার্যপ্রণালী। এই বিষয়টি সবার কাছেই পরিস্কার। মন্তব্য সিপিআইএম নেত্রী বৃন্দা কারাতের।

৮টা ০৯- বারাণসীতে বিভিন্ন বুথের সামনে লম্বা লাইন।

৮টা ০৫- ''আপনারা আমাদের অবস্থান জানেন। ওনার (মোদীর) সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই।'' মন্তব্য তৃণমূল কংগ্রেস নেতা ডেরেক ও ব্রায়েন-এর।

৭টা ৫৫- আপ -এর পক্ষ থেকে ভোট দেওয়ার আবেদন করে টুইট করা হল ''দুর্নীতির অবসান ও ক্রোনি পুঁজিবাদের অবসানের জন্য ভোট করুন।''

৭টা ২৫- সকাল সকাল টুইট করে দেশের যুব সমাজকে ভোট দেওয়ার আবেদন জানালেন নরেন্দ্র মোদী।

৭টা ২০- বারাণসীর ভোটার নন এমন কোনও প্রার্থীকে ভোট দেবেন না বারাণসীর সাধারণ মানুষ। মন্তব্য কংগ্রেস প্রার্থী অজয় রাইয়ের।

৭টা- দেশের ৪১টি আসনে শুরু শেষ ও নবম দফার ভোট গ্রহণ।

পশ্চিমবঙ্গের সতেরোটি আসন ছাড়া ভোট নেওয়া হবে বিহারের ছটি এবং উত্তর প্রদেশের আঠেরোটি আসনে। এর মধ্যেই নজরে বারাণসী লোকসভা কেন্দ্রের দিকে। বারাণসী কেন্দ্রে লড়ছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। আজমগড় কেন্দ্রে ভাগ্য নির্ধারিত হবে এসপি সুপ্রিমো মুলায়ম সিং যাদবের। যেসব হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে তাঁদের মধ্যে আছেন কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া জগদম্বিকা পাল, কেন্দ্রীয় মন্ত্রী আরপিএন সিং এবং আরজেডি নেতা রঘুবংশ প্রসাদ সিং।

.