Lok Sabha polls 2014 LIVE: আজ চতুর্থদফা, ভোট হচ্ছে ৪ রাজ্যের ৭টি আসনে

৮টা ০২: শুরু হল অসমের ভোট গ্রহণ পর্ব শনিবার অসমের তিনটি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে। এই কেন্দ্রগুলিতে ৩০ মিলিয়ন মানুষ আজ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। গত ৭ এপ্রিল এই রাজ্যেরই ৫টি আসনে ভোটগ্রহণ হয়। সকাল ৮টা: ভোট শুরু হল ত্রিপুরায়

Updated By: Apr 12, 2014, 12:29 PM IST

আজ কোথায় কোথায় ভোট: গোয়া(২), অসম(৩), সিকিম, ত্রিপুরা

------------------------------------------------------

৮টা ০২: শুরু হল অসমের ভোট গ্রহণ পর্ব

শনিবার অসমের তিনটি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে। এই কেন্দ্রগুলিতে ৩০ মিলিয়ন মানুষ আজ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। গত ৭ এপ্রিল এই রাজ্যেরই ৫টি আসনে ভোটগ্রহণ হয়।

সকাল ৮টা: ভোট শুরু হল ত্রিপুরায়

ত্রিপুরার দ্বিতীয় আসনে ভোটগ্রহণ হচ্ছে আজ। ১.১৩ মিলিয়ন ত্রিপুরাবাসী আজ ভোট দেবেন। তাঁদের অর্ধেক মহিলা ভোটার। ১,৪৯০টি ভোটগ্রহণ কেন্দ্রে ভোট শুরু হয়েছে।

সকাল ৮টা: সিকিমেও আজ ভোট

সকাল ৭টায় সিকিমের লোন লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। এই কেন্দ্রে ৬ প্রতিদ্বন্দ্বীর ভাগ্য নির্ধারণ হবে আজ। ভোট দেবেন ৩৬২,৩২৬ জন নাগরিক। তাঁদের মধ্যে ১৭৫,৫৪৯ জন মহিলা।

৭টা ৫০: গোয়ার দুটি লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে শনিবার। সকাল থেকেই বুথগুলির সামনে লম্বা লাইন। গোয়ার দুটি আসনে বিজেপি-কংগ্রেস-আম আদমি পার্টির ত্রিমুখী লড়াই। সকাল ৭টায় ১,৬২৪ টি কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব শুরু হয়।

.