৫০০ কেজি গোলাপে রাহুলের মনোনয়ন পেশকে স্বাগত জানাবে আমেঠি
আজ আমেঠি কেন্দ্রে মনোনয়ন জমা দেবেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। সঙ্গে থাকবেন বোন প্রিয়াঙ্কা বডড়া। রাহুলের মনোনয় পেশকে ঘিরে রীতিমতো উন্মাদনা তৈরি হয়েছে স্থানীয় কংগ্রেস নেতা কর্মীদের মধ্যে। আমেঠিতে কংগ্রেস সহ সভাপতিকে আমেঠিতে স্বাগত জানাতে ব্যবস্থা করা হয়েছে ৫০০ কেজি গোলাপের। এবার ভোটে রাহুল গান্ধীর প্রধান প্রতিপক্ষ বিজেপির স্মৃতি ইরানি। গত বার ভোটে আমেঠি থেকে সাড়ে তিন লক্ষের বেশি ভোটে জিতেছিলেন রাহুল। বোন প্রিয়াঙ্কার দাবি এবারেও একই মার্জিন ধরে রাখবেন তিনি।
আজ আমেঠি কেন্দ্রে মনোনয়ন জমা দেবেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। সঙ্গে থাকবেন বোন প্রিয়াঙ্কা বডড়া। রাহুলের মনোনয় পেশকে ঘিরে রীতিমতো উন্মাদনা তৈরি হয়েছে স্থানীয় কংগ্রেস নেতা কর্মীদের মধ্যে। আমেঠিতে কংগ্রেস সহ সভাপতিকে আমেঠিতে স্বাগত জানাতে ব্যবস্থা করা হয়েছে ৫০০ কেজি গোলাপের। এবার ভোটে রাহুল গান্ধীর প্রধান প্রতিপক্ষ বিজেপির স্মৃতি ইরানি। গত বার ভোটে আমেঠি থেকে সাড়ে তিন লক্ষের বেশি ভোটে জিতেছিলেন রাহুল। বোন প্রিয়াঙ্কার দাবি এবারেও একই মার্জিন ধরে রাখবেন তিনি।
রাহুলের মনোনয়ন জমা দেওয়াকে চমকপ্রদ করতে চায় সমর্থকরা। ৭মে ৪৩ বছরের যুব নেতার ভাগ্য নির্ধারণ হবে। রাজ্য নেতাদের মধ্যে রাহুলের আমাঠি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে উৎসাহ চোখে পড়ার মতো। জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট যোগেন্দ্র মিশ্র বলেন, "আমরা গলাপ ফুলের পাপড়ি দিয়ে রাহুলকে স্বাগত জানাব।" কংগ্রেসের কর্মীসমর্থকদের মধ্যে যথেষ্ঠ উদ্দিপনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।