জেলাভিত্তিক LIVE UPDATE: কেন্দ্র হুগলি, আরামবাগ ও শ্রীরামপুর
ভোট চলছে হুগলির ৩টি কেন্দ্রে- হুগলি, আরামবাগ ও শ্রীরামপুর
চলছে রাজ্যে তৃতীয় দফার ভোটগ্রহণ। রাজ্যের ৯টি আসনে জন্য ভোটগ্রহণের সব খবর আমাদের রিপোর্টারদের কাছ থেকে সরাসরি-
LIVE UPDATE:
ভোট চলছে হুগলির ৩টি কেন্দ্রে- হুগলি, আরামবাগ ও শ্রীরামপুর
হুগলিতে এবার ভোটে লড়ছেন কারা-
রত্না দে নাগ-তৃণমূল কংগ্রেস
প্রদীপ সাহা-সিপিআইএম
প্রীতম ঘোষ-কংগ্রেস
শ্রী চন্দন মিত্র-বিজেপি
আরামবাগে এবার ভোটে লড়ছেন কারা-
আফরিন আলি-তৃণমূল কংগ্রেস
শক্তিমোহন মালিক-সিপিআইএম
শম্ভুনাথ মালিক-কংগ্রেস
শ্রী মধুসূদন বাগ-বিজেপি
শ্রীরামপুরে এবার ভোটে লড়ছেন কারা-
কল্যাণ ব্যানার্জি-তৃণমূল কংগ্রেস
তীর্থঙ্কর রায়-সিপিআইএম
আবদুল মান্নান হোসেন-কংগ্রেস
বাপ্পি লাহিড়ি-বিজেপি
দুপুর ১টা পর্যন্ত রাজ্যে ভোটের হার-৬২.৫৫ শতাংশ। শ্রীরামপুর-৫৮.৪৭ শতাংশ,আরামবাগ-৬৫.০৪ শতাংশ, হুগলি-৬৪.০৩ শতাংশ।
১১.৩০টা- দুপুর ১১টা পর্যন্ত রাজ্যে ভোট পড়ল ৪৫ শতাংশ। শ্রীরামপুর-৪০.১১ শতাংশ। আরামবাগ-৪৬.৫১ শতাংশ।
সকাল ১১টা- শ্রীরামপুরে সিপিআইএম এজেন্টের কান ছিঁড়ে দিল দুষ্কৃতীরা। উত্তরপাড়ার কানাইপুর কলোনিতে ঘটল এই ঘটনা।
সকাল ১০.৩৫টা- ডোমজুড়ের পাঁচটি বুথে সন্ত্রাসের অভিযোগ। অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
সকাল ১০টা: রাজ্যে তৃতীয় দফার ভোটের হার- সকাল ৯টা পর্যন্ত ভোটের হার-শ্রীরামপুর ২১.৩৯% আরামবাগ ২৬.১১% হুগলি ২৪.২৫%
সকাল ৯টা: রাজ্যে তৃতীয় দফার ভোট। বিক্ষিপ্ত সন্ত্রাসের মাধ্যেই ভোট। বিরোধীদের মারধোর করার অভিযোগ। বুথ দখল, বিরোধী এজেন্টদের বাধা, কেন্দ্রীয় বাহিনী নিয়েও অভিযোগ। বাহিনী না থাকার অভিযোগ বিরধীদের।
সকাল ৭টা: শুরু হল ভোটগ্রহণ