উমা ভারতীর মোদী বিরোধী মন্তব্যকেই হাতিয়ার করার চেষ্টা কংগ্রেসের
উন্নয়নের প্রতীক নন। নরেন্দ্র মোদী হলেন ধ্বংসের প্রতীক। কয়েক বছর আগে গুজরাটের মুখ্যমন্ত্রী সম্পর্কে এমনই মন্তব্য করেছিলেন তত্কালীন বিক্ষুব্ধ বিজেপি নেত্রী উমা ভারতী। এখন পরিস্থিতি বদলেছে। তিনি এখন দলের অন্যতম সহ সভাপতি। অথচ তাঁর তিন-চার বছর আগের সেই বক্তব্যকেই এবার হাতিয়ার করেছে কংগ্রেস। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে উমা ভারতীর সেই মন্তব্য সিডি আকারে প্রকাশ করেন কংগ্রেস নেতা অভিশেখ মনু সিংভি। তাঁর দাবি, এই সিডি প্রকাশ পাওয়ায় বিজেপির অস্বস্তি কিছুটা হলেও বাড়বে।
উন্নয়নের প্রতীক নন। নরেন্দ্র মোদী হলেন ধ্বংসের প্রতীক। কয়েক বছর আগে গুজরাটের মুখ্যমন্ত্রী সম্পর্কে এমনই মন্তব্য করেছিলেন তত্কালীন বিক্ষুব্ধ বিজেপি নেত্রী উমা ভারতী। এখন পরিস্থিতি বদলেছে। তিনি এখন দলের অন্যতম সহ সভাপতি। অথচ তাঁর তিন-চার বছর আগের সেই বক্তব্যকেই এবার হাতিয়ার করেছে কংগ্রেস। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে উমা ভারতীর সেই মন্তব্য সিডি আকারে প্রকাশ করেন কংগ্রেস নেতা অভিশেখ মনু সিংভি। তাঁর দাবি, এই সিডি প্রকাশ পাওয়ায় বিজেপির অস্বস্তি কিছুটা হলেও বাড়বে।
তবে কংগ্রেসের এই দাবি মানতে নারাজ বিজেপি। দলের তরফে মীনাক্ষি লেখি বলেন, উমা ভারতীর সিডি বহু বছর পুরনো। তাতে দলের কিছুই এসে যাবে না। এমনকি বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর ভাবমূর্তিতেও খুব একটা প্রভাব পড়বে না বলেই মনে করেন তিনি।