হোটেলের ঘরে এসিতে আগুন, বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন মুখ্যমন্ত্রী

বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচারে তিনি এখন মালদায়। বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর হোটেলের ঘরের এসি মেশিনে আগুন লাগে। ধোঁয়ায় ভরে যায় ঘর। সাময়িক অসুস্থ হয়ে পড়েন তিনি। অগ্নিকাণ্ডের তদন্তের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছে তৃণমূল। ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র, কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। আগুনের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন মুখ্যমন্ত্রী। প্রচারে মালদায় রয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানেই একটি বেসরকারি হোটেলে রয়েছেন তিনি।

Updated By: Apr 18, 2014, 08:29 AM IST

বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচারে তিনি এখন মালদায়। বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর হোটেলের ঘরের এসি মেশিনে আগুন লাগে। ধোঁয়ায় ভরে যায় ঘর। সাময়িক অসুস্থ হয়ে পড়েন তিনি। অগ্নিকাণ্ডের তদন্তের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছে তৃণমূল। ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র, কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। আগুনের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন মুখ্যমন্ত্রী। প্রচারে মালদায় রয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানেই একটি বেসরকারি হোটেলে রয়েছেন তিনি।

বৃহস্পতিবার সন্ধে ছটা নাগাদ ওই হোটেলে মুখ্যমন্ত্রীর ঘরের এসি মেশিনে আগুন লাগে। আলো নিভে যায়। ধোঁয়ায় ভরে যায় গোটা ঘর। অসুস্থ হয়ে পড়েন মুখ্যমন্ত্রী। আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন সকলেই। তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন টুইটে জানিয়েছেন, অল্পের জন্য রক্ষা পেয়েছেন মুখ্যমন্ত্রী। বিষয়টি জানিয়ে কমিশনের কাছে চিঠি পাঠানো হয়েছে তৃণমূলের তরফে। কীভাবে আগুন লাগল চিঠিতে তা খতিয়ে দেখার আর্জি জানানো হয়েছে দলের তরফে।

এই ঘটনায় প্রশাসনিক ও রাজনৈতিক মহলে উত্‍কন্ঠা দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে। এই ইস্যুতে নির্বাচন কমিশনকেই কাঠগড়ায় ,তুলেছে তৃণমূল কংগ্রেস।

মুখ্যমন্ত্রীর ঘরে আগুন লাগার খবরে উদ্বেগপ্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে ফোন করে মুখ্যমন্ত্রী কেমন রয়েছেন সেবিষয়ে খোঁজখবর নেন সূর্যকান্ত মিশ্র। পার্থবাবুর সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের খবর নিয়েছেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য।

ঘটনার পর মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা দেখে যান চিকিত্‍সকরা। তাঁরা জানিয়েছেন, ভালই আছেন মুখ্যমন্ত্রী।

.