৩ জন বিডিও, ১৫ জন ওসিকে সরালো কমিশন

রাজ্যে দ্বিতীয় দফা নির্বাচনের আগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যের তিনজন বিডিও ও ১৫জন ওসিকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। পক্ষপাতিত্বের অভিযোগে এগরা ২, বিষ্ণুপুর ১ ও বজবজ ১-এর বিডিওকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। সরানো হচ্ছে ১৫ জন ওসিকেও।

Updated By: Apr 22, 2014, 10:55 PM IST

রাজ্যে দ্বিতীয় দফা নির্বাচনের আগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যের তিনজন বিডিও ও ১৫জন ওসিকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। পক্ষপাতিত্বের অভিযোগে এগরা ২, বিষ্ণুপুর ১ ও বজবজ ১-এর বিডিওকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। সরানো হচ্ছে ১৫ জন ওসিকেও।

এদের মধ্যে অধিকাংশই হাওড়া, উত্তর চব্বিশ পরগনা ও বর্ধমানের। ওসি বদলির তালিকায় নাম রয়েছে মঙ্গলকোটের ওসি স়ঞ্জয় কুণ্ডুরও। সম্ভবত অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারণেই তাঁকে সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

এদিকে,এ যেন উলোটপূরাণ। এতদিন যে অভিযোগটা করে আসছে বিরোধীরা, সেটাই করলেন শাসক দলের সর্বভারতীয় সম্পাদক। কমিশনে অভিযোগও দায়ের করলেন তৃণমূল কংগ্রেস নেতা মুকুল রায়। শাসক দল আশঙ্কা প্রকাশ করছে মালদার ভোটে রিগিং করবে কংগ্রেস। আর তাতে মদত দেবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সঙ্গে কংগ্রেসের যোগসাজশের অভিযোগও করেছেন মুকুল।

সঙ্গে মুকুল রায় বলেন, ইডি কে জানি না। ইডি খবর পেড নিউজ। মালদায় দেদার টাকা বিলোচ্ছে কংগ্রেস-সিপিআইএম। প্রসঙ্গত, মালদা জেলায় দুটি লোকসভা কেন্দ্র আছে। দুটি কেন্দ্রেই তৃণমূল বেশ কিছুটা পিছিয়ে আছে। চাপে আছে বুঝতে পেরেই ক্ষমতায় আসার পর এই প্রথমবার রিগিংয়ের বিরুদ্ধে সোচ্চার তৃণমূল। এমটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

.