চাপের মুখে নির্দেশ মানলেও অভিযুক্তদের পাশেই দাঁড়ালেন মুখ্যমন্ত্রী

পক্ষপাতের অভিযোগে পাঁচ পুলিস সুপার সহ উত্তর চব্বিশ পরগনার জেলা শাসকের বদলির নির্দেশ দিয়েছিল কমিশন। চাপের মুখে পড়ে সেই সিদ্ধান্ত মেনে নিলেও, ওই অফিসারদের পাশেই দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের পরে ওই অফিসারদের ফের পুরনো জেলার দায়িত্বেই ফিরিয়ে আনা হবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

Updated By: Apr 9, 2014, 10:11 PM IST

পক্ষপাতের অভিযোগে পাঁচ পুলিস সুপার সহ উত্তর চব্বিশ পরগনার জেলা শাসকের বদলির নির্দেশ দিয়েছিল কমিশন। চাপের মুখে পড়ে সেই সিদ্ধান্ত মেনে নিলেও, ওই অফিসারদের পাশেই দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের পরে ওই অফিসারদের ফের পুরনো জেলার দায়িত্বেই ফিরিয়ে আনা হবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

পক্ষপাতিত্বের অভিযোগ ওঠায় সোমবার উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক, ও পাঁচ জেলার পুলিস সুপারদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় কমিশন। চাপের মুখে কমিশনের সিদ্ধান্ত মেনে নিলেও, এইসব IAS, IPS অফিসরারদেরই পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী।

১. রাজেশ যাদব

কমিশনের অভিযোগ
১.মালদার আইনশৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত অবনতি
মন্ত্রী কৃষেন্দুনারায়ণ চৌধুরীর বিরুদ্ধে তোলা চাওয়ার অভিযোগ করেছিলেন আইনজীবী সঞ্জয় শর্মা। কিন্তু, অভিযোগ নিতে অস্বীকার করে পুলিস। পরে কমিশনে জানানোর পর পুলিস এফআইআর নিলেও তদন্ত হয়নি
২.কালিয়াচকে দেওয়াল দখল ঘিরে রাজনৈতিক সংঘর্ষে
প্রকাশ্যে গুলির লড়াই
৩. ওই ঘটনায় শাসকদলের দোষীদের আড়াল করে নিদোর্ষ কংগ্রেস কর্মীদের মামলায় ফাঁসানো
৪. মানিকচকে ধর্ষণ, সালিশি সভায় অপমানিত হয়ে মহিলার আত্মহত্যা
৫. তদন্তে পুলিসের গাফিলতি
মুখ্যমন্ত্রীর সার্টিফিকেট

২. সঞ্জয় বনশল

কমিশনের অভিযোগ
চব্বিশ পরগনার জেলা শাসক সঞ্জয় বনসলের ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ রয়েছে। হাবরা দুই-এর বিডিও নিগ্রহের ঘটনায় তৃণমূল বিধায়ককে আড়াল করতে বিডিওকে অভিযোগের বয়ান বদল করতে চাপ
মুখ্যমন্ত্রীর সার্টিফিকেট

৩. সৈয়দ এম এইচ মির্জা

কমিশনের অভিযোগ
জেলার বিভিন্ন রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় শাসকদলের কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া।
শাসকদলের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা
বিরোধী রাজনৈতিক কর্মীদের হেনস্থা, মিথ্যা মামলায় ফাঁসানো
মুখ্যমন্ত্রীর সার্টিফিকেট

৪. ভারতী ঘোষ

কমিশনের অভিযোগ
পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি ঝাড়গ্রাম পুলিস জেলারও দায়িত্বে ছিলেন ভারতী ঘোষ। তাঁর বিরুদ্ধে ধারাবাহিক ভাবে শাসকদলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ
বিরোধী রাজনৈতিক কর্মীদের অকারণ হেনস্থা
শাসকদলের শীর্ষনেতাদের সঙ্গে বৈঠক
মুখ্যমন্ত্রীর সার্টিফিকেট

৫.হুমায়ুন কবীর

কমিশনের অভিযোগ
বিরোধী রাজনৈতিক কর্মীদের হেনস্থা করা
তাদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ
শাসকদলের হয়ে পক্ষপাতিত্ব
মুখ্যমন্ত্রীর সার্টিফিকেট

৬. অলোক রাজোরিয়া

কমিশনের অভিযোগ
শাসকদলের হয়ে পক্ষপাতিত্বের অভিযোগ
অনুব্রত মন্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরি
মুখ্যমন্ত্রীর সার্টিফিকেট

আইএএস ও আইপিএস অফিসারদের বদলি নিয়ে কমিশনের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শেষ পর্যন্ত নিজের অবস্থান থেকে পিছু হটলেও তাঁর দাবি কমিশনে সিদ্ধান্তে আদতে লাভ হবে তাঁরই।

.