ভোটবাক্সে কমিশনকে জবাব দেওয়ার চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
নির্বাচন কমিশনকে সরাসরি বদলার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। ডিএম, এসপি বদলি ইস্যুতে ফের তোপ দাগলেন তিনি। ভোট শেষ না হওয়া পর্যন্ত চুপ করে থাকবেন, তারপর কড়ায়গণ্ডায় বুঝে নেবেন। বর্ধমানে মঙ্গলকোটের সভায় এই ভাষাতেই কমিশনকে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
নির্বাচন কমিশনকে সরাসরি বদলার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। ডিএম, এসপি বদলি ইস্যুতে ফের তোপ দাগলেন তিনি। ভোট শেষ না হওয়া পর্যন্ত চুপ করে থাকবেন, তারপর কড়ায়গণ্ডায় বুঝে নেবেন। বর্ধমানে মঙ্গলকোটের সভায় এই ভাষাতেই কমিশনকে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
একজন জেলাশাসক, দুজন অতিরিক্ত জেলাশাসক ও পাঁচজন পুলিস সুপারকে বদলির নির্দেশ দিয়েছিল কমিশন। চাপে পড়ে বদলির নির্দেশ মেনে নিলেও বুধবার কমিশনের বিরুদ্ধে ফের তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমানের মঙ্গলকোট ও মেমারির জনসভায় কমিশনের বিরুদ্ধে বদলা নেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী।
ভোটবাক্সে মানুষ এর বদলা নেবে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। ভোটের আগে বদলি রাজ্যে কোনও নতুন ঘটনা নয়। তৃণমূল বিরোধীদলে থাকাকালীন তাদের অভিযোগের ভিত্তিতে ভোটের আগে বদলি হয়েছেন অফিসাররা। তবে কি ভোটবাক্সে সহানুভূতির হাওয়া তুলতেই আক্রমণের রাস্তায় হাঁটতে চাইছেন তৃণমূলনেত্রী? উঠছে প্রশ্ন।