মুখ্যমন্ত্রীর ছত্রছায়ায় বহাল তবিয়তে `ভাল ছেলে` কেষ্ট
অনুব্রতকে নিয়ে তোলপাড় আদালত থেকে প্রশাসন। তাঁর মন্তব্য শুনে নির্বাচন কমিশন শোকজও করেছে তাঁকে। কিন্তু অনুব্রত? বহাল তবিয়তেই রয়েছেন তিনি। কারণ মুখ্যমন্ত্রীর আর্শীবাদের হাত রয়েছে তাঁর মাথায়। তিনি আদালতের কাছে তিরস্কৃত। সমালোচিত নির্বাচন কমিশনেও। কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে অনুব্রত ওরফে কেষ্ট ভাল ছেলে।
অনুব্রতকে নিয়ে তোলপাড় আদালত থেকে প্রশাসন। তাঁর মন্তব্য শুনে নির্বাচন কমিশন শোকজও করেছে তাঁকে। কিন্তু অনুব্রত? বহাল তবিয়তেই রয়েছেন তিনি। কারণ মুখ্যমন্ত্রীর আর্শীবাদের হাত রয়েছে তাঁর মাথায়। তিনি আদালতের কাছে তিরস্কৃত। সমালোচিত নির্বাচন কমিশনেও। কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে অনুব্রত ওরফে কেষ্ট ভাল ছেলে। আর সেই কারণেই বুধবার বর্ধমানের মঙ্গলকোটে মুখ্যমন্ত্রীর সভায় মধ্যমণি তিনিই। একেবারে সামনে থেকে সব দায়ভার সামলালেন। পেলেন দলনেত্রীর দরাজ সার্টিফিকেট।
একবার নয়। অনুব্রতকে এরকম সার্টিফিকেট মুখ্যমন্ত্রী বারবার দিয়েছেন। মুখ্যমন্ত্রীর সুরে সুর মেলাচ্ছেন রাজ্যের অন্য মন্ত্রীরাও।
তাই আদালতের তিরস্কারই হোক বা কমিশনের শোকজ। বহাল তবিয়তেই অনুব্রত।