অপসারিত অফিসারদের পুনর্বাসন দিল রাজ্য,কমিশনের চাপে বদলির নির্দেশ কার্যকর নবান্নের

অপসারিত তিন আইএএস অফিসারকে স্বরাষ্ট্র দফতরের অফিসার অন স্পেশাল ডিউটি পদে নিয়োগ করল রাজ্য সরকার। চার অপসারিত জেলা পুলিস সুপারের মধ্যে দুজনকে বদলি করা হল সিআইডির স্পেশাল সুপারিনটেনডেন্ট পদে বাকি দুজনকে পুলিস ডিরেক্টরেটে অফিসার অন স্পেশাল ডিউটিতে। নির্বাচন কমিশনের নির্দেশ ছিল অপসারিত আইএএস ও আইপিএসরা নির্বাচনের কাজে সরাসরি যুক্ত থাকতে পারবে না।

Updated By: Apr 9, 2014, 01:59 PM IST

অপসারিত তিন আইএএস অফিসারকে স্বরাষ্ট্র দফতরের অফিসার অন স্পেশাল ডিউটি পদে নিয়োগ করল রাজ্য সরকার। চার অপসারিত জেলা পুলিস সুপারের মধ্যে দুজনকে বদলি করা হল সিআইডির স্পেশাল সুপারিনটেনডেন্ট পদে বাকি দুজনকে পুলিস ডিরেক্টরেটে অফিসার অন স্পেশাল ডিউটিতে। নির্বাচন কমিশনের নির্দেশ ছিল অপসারিত আইএএস ও আইপিএসরা নির্বাচনের কাজে সরাসরি যুক্ত থাকতে পারবে না।

তাই, পাঁচ আইএস ও আইপিএসকে কোনও নির্দির্ষ্ট দায়িত্ব ছাড়াই অফিসার অন স্পেশাল ডিউটি পদে নিয়ে এসে পুনর্বাসন দিতে হল রাজ্য সরকারকে। যেহেতু, কমিশনের নির্দেশে সিআইডি থেকে দুই আইপিএস ওয়াকার রাজা এবং মীরাজ খালিদ মুর্শিদাবাদ এবং বর্ধমান জেলার দায়িত্ব নিয়েছেন তাঁদের জায়গায় দায়িত্বভার নিলেন হুমায়ূন কবীর ও ভারতী ঘোষ। সিআইডি সরাসরি নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত না থাকায় এই সিদ্ধান্ত । রাজেশ যাদব ও এসএমএইচ মির্জাকে অফিসার অন স্পেশাল ডিউটি পদে পুলিস ডিরেক্টরেটে বদলি করা হয়েছে।

.