মুসলিম নাগরিক সম্পত্তি কিনলে ভিটেছাড়া করা উচিত্, প্রবীন তোগাড়িয়ার বক্তব্যে অস্বস্তিতে বিজেপি

গিরিরাজ সিং আর প্রবীণ তোগাড়িয়া। গৈরিক শিবিরের এই দুই নেতার কারণে ভোটের ময়দানে রীতিমতো অস্বস্তিতে বিজেপি। বিহারের বিজেপি নেতা গিরিরাজ সিং বলেছিলেন, যারা নরেন্দ্র মোদীর বিরোধিতা করছেন, ভোটের পর তাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত। আর হিন্দু এলাকায় কোনও মুসলিম নাগরিক সম্পত্তি কিনলে তাকে ভিটেছাড়া করার ডাক দিলেন ভিএইচপি নেতা প্রবীণ তোগাড়িয়া। কমিশন সেই বক্তব্যের সিডি চেয়ে পাঠিয়েছে। তোগাড়িয়ার বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর।

Updated By: Apr 22, 2014, 10:16 AM IST

গিরিরাজ সিং আর প্রবীণ তোগাড়িয়া। গৈরিক শিবিরের এই দুই নেতার কারণে ভোটের ময়দানে রীতিমতো অস্বস্তিতে বিজেপি। বিহারের বিজেপি নেতা গিরিরাজ সিং বলেছিলেন, যারা নরেন্দ্র মোদীর বিরোধিতা করছেন, ভোটের পর তাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত। আর হিন্দু এলাকায় কোনও মুসলিম নাগরিক সম্পত্তি কিনলে তাকে ভিটেছাড়া করার ডাক দিলেন ভিএইচপি নেতা প্রবীণ তোগাড়িয়া। কমিশন সেই বক্তব্যের সিডি চেয়ে পাঠিয়েছে। তোগাড়িয়ার বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর।

দুই নেতার উস্কানিমূলক কথা। আর তার জেরেই ভোটের ময়দানে চরম অস্বস্তিতে বিজেপি। গিরিরাজ সিং মোদী বিরোধীদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার কথা বলে বিতর্ক উস্কে দিয়েছিলেন। তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েন বিজেপি নেতারা। গিরিরাজ যা বলেছেন, তার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই বলে ফাটল মেরামতের চেষ্টা হয়। কিন্তু, অনড় গিরিরাজ। আর এই অস্বস্তির মধ্যেই আরেকটা বেফাঁস কথা বলে ফেললেন ভিএইচপি নেতা প্রবীণ তোগাড়িয়া। হিন্দু বসতি এলাকায় মুসলিম কেউ সম্পত্তি কিনলে তাঁকে উত্খাত করার ডাক দিলেন তোগাড়িয়া। আর এতেই দেশজুড়ে শুরু হয়ে যায় বিতর্ক।

কংগ্রেসের পাশাপাশি সরব হয়েছে এনডিএ-র অন্যতম সহযোগী শিরোমণি অকালি দলও। কমিশনও সঙ্গে সঙ্গেই নড়েচড়ে বসেছে। চেয়ে পাঠানো হয়েছে তোগাড়িয়ার বক্তব্যের সিডি। প্রবীণ তোগাড়িয়া অবশ্য বলছেন, পুরোটাই পরিকল্পনা করে তাঁর বিরুদ্ধে প্রচার চলছে। ওই ধরণের কোনও কথা নাকি তিনি বলেনইনি। সংখ্যালঘু ভোটব্যাঙ্ককে কাছে পেতে ইতিমধ্যেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন বিজেপির প্রথম সারির নেতারা। সেখানে শিবিরের দুই নেতার উস্কানিমূলক মন্তব্য যে কতটা ক্ষতি করে দিল, তা সম্ভবত ভালোই বুঝতে পারছেন রাজনাথ সিংরা।

.