বীরভূমে ভোট নিরাপত্তায় নজর রাখা হবে আকাশ থেকে

বীরভূমে ভোটপর্ব ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করছে কমিশন। ভোটের দিন জেলা জুড়ে চলবে আকাশপথে কপ্টারে নজরদারি। কমিশন সূত্রে খবর, জেলার ৯০ ভাগ বুথই স্পর্শকাতর। প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনীর ছ`জন করে জওয়ান মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

Updated By: Apr 27, 2014, 11:22 AM IST

বীরভূমে ভোটপর্ব ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করছে কমিশন। ভোটের দিন জেলা জুড়ে চলবে আকাশপথে কপ্টারে নজরদারি। কমিশন সূত্রে খবর, জেলার ৯০ ভাগ বুথই স্পর্শকাতর। প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনীর ছ`জন করে জওয়ান মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

একইসঙ্গে রাজ্য পুলিসকে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। শনিবার বীরভূমে ভোটের নিরাপত্তা নিয়ে বোলপুরে বৈঠকে বসে কমিশন। বৈঠকে ছিলেন জেলার পুলিস সুপার এবং কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা। কমিশন সূত্রে খবর, পঞ্চায়েত নির্বাচন কীভাবে করা হয়েছিল বীরভূমে, সেবিষয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট পৌঁছেছে কমিশনের হাতে। রিপোর্ট খতিয়ে দেখে পঞ্চায়েত ভোটপর্ব যে ভাবে বীরভূমে সম্পন্ন হয়েছিল, সেবিষয়ে বিস্ময় প্রকাশ করেন কমিশনের কর্তারা।

.