অস্ত্র আইনে জড়ালেন বাবুল সুপ্রিয়, আগামিকাল হাজিরা পুলিসের কাছে
এবার অস্ত্র আইনে নাম জড়াল বাবুল সুপ্রিয়-র। বুধবার জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করেন রানিগঞ্জের সার্কেল ইন্সপেক্টর। কিন্তু আজ দেখা করেননি বাবুল সুপ্রিয়। বিজেপি সূত্রের খবর, আগামিকাল পুলিসের কাছে হাজিরা দেবেন আসানসোলের বিজেপি প্রার্থী।
এবার অস্ত্র আইনে নাম জড়াল বাবুল সুপ্রিয়-র। বুধবার জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করেন রানিগঞ্জের সার্কেল ইন্সপেক্টর। কিন্তু আজ দেখা করেননি বাবুল সুপ্রিয়। বিজেপি সূত্রের খবর, আগামিকাল পুলিসের কাছে হাজিরা দেবেন আসানসোলের বিজেপি প্রার্থী।
রানিগঞ্জের নতুন এগরা এলাকায় গত ১২ এপ্রিল বিজেপির ভোট প্রচারের সময় বাবুল সুপ্রিয়র সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল নেতা-কর্মীরা। এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা সেনাপতি মণ্ডল সহ পাঁচ জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বিজেপি। পাল্টা অভিযোগ দায়ের করেন তৃণমূল নেতা সেনাপতি মণ্ডলও। সেই অভিযোগের ভিত্তিতে বাবুল সুপ্রিয়-র বিরুদ্ধে মামলা দায়ের হয়। অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। বুধবার বিজেপি প্রার্থীকে তলব করে রানিগঞ্জের সার্কেল ইন্সপেক্টর। পুলিসের সামনে হাজির না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবেও জানানো হয়।
যদিও তৃণমূল নেতা সেনাপতি মণ্ডল অবশ্য জানিয়েছে, বাবুল সুপ্রিয় নন। তাঁর প্রচার সঙ্গীদের কাছে অস্ত্র ছিল বলে তিনি অভিযোগ করেছিলেন। পুলিসের সামনে বুধবার অবশ্য হাজির হননি বাবুল সুপ্রিয়। এদিকে বিজেপির করা মামলায় বুধবার আদালতে আত্মসমর্পণ করেন সেনাপতি মণ্ডল সহ চার তৃণমূল নেতা। তাঁদের জামিন মঞ্জুর করেছে আদালত।