আবির নয়, এবার ব্যোমকেশ হবেন যীশু

আবির ফেলুদা, তাই এবার ব্যোমকেশ যীশু সেনগুপ্ত। নতুন ব্যোমকেশ তাড়াতাড়ি কথা বলে, বেশি হাসে, মার খায়ও বেশি, মার দেয়ও বেশি। ব্যোমকেশের ফ্র্যানচাইজ নিয়েছেন অঞ্জন দত্ত। তাঁর আশা আবিরের মতো তাঁকে ছেড়ে যাবেন না যীশু।

Updated By: May 5, 2015, 03:00 PM IST
আবির নয়, এবার ব্যোমকেশ হবেন যীশু

ওয়েব ডেস্ক: আবির ফেলুদা, তাই এবার ব্যোমকেশ যীশু সেনগুপ্ত। নতুন ব্যোমকেশ তাড়াতাড়ি কথা বলে, বেশি হাসে, মার খায়ও বেশি, মার দেয়ও বেশি। ব্যোমকেশের ফ্র্যানচাইজ নিয়েছেন অঞ্জন দত্ত। তাঁর আশা আবিরের মতো তাঁকে ছেড়ে যাবেন না যীশু।

ব্যোমকেশ চরিত্রটি পরিচালক অঞ্জন দত্তের খুব পছন্দের। তাই তো অঞ্জন দত্তের হাত ধরে পর্দায় ব্যোমকেশ ফেরেন বার বার। প্রতিবারই ব্যোমকেশ চরিত্রে আবির চ্যাটার্জি। ধুতি পরা বাঙালি গোয়েন্দা চরিত্রে আবির বেশ মানানসই। আবার ব্যোমকেশকে নিয়ে ফিরছেন অঞ্জন দত্ত।

তবে এবার আর পছন্দের ব্যোমকেশ আবির নন। লম্বা,সুঠাম চেহারার যীশু সেনগুপ্ত। হঠাত্‍ এই পরিবর্তন কেন? অঞ্জন দত্তের ব্যোমকেশের বেশে আবীরকেই দর্শকরা এতদিন দেখে অভ্যস্ত। তাই প্রথমবার বাঙালি গোয়েন্দা বেশে যীশুকে যে বড়সড় চ্যালেঞ্জের সম্মুক্ষীন হতে হবে।

 

.