লকডাউনের পরে সত্যিই কি বন্ধ হচ্ছে 'রাসমণী' ও 'নেতাজি'-র মতো ধারাবাহিক?

 বন্ধ হয়ে যেতে বসেছে Zee বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'করুণাময়ী রাণী রাসমণি' ও 'নেতাজি'। এখবরটা কি আদৌ সত্যি?

Reported By: রণিতা গোস্বামী | Edited By: রণিতা গোস্বামী | Updated By: May 31, 2020, 10:25 PM IST
লকডাউনের পরে সত্যিই কি বন্ধ হচ্ছে 'রাসমণী' ও 'নেতাজি'-র মতো ধারাবাহিক?

নিজস্ব প্রতিবেদন : বেশকিছুদিন ধরেই শোনা যাচ্ছে লকডাউনে পরবর্তীকালে নাকি বন্ধ হয়ে যেতে বসেছে Zee বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'করুণাময়ী রাণী রাসমণি' ও 'নেতাজি'। এখবরটা কি আদৌ সত্যি?

আজ্ঞে না, খবরটি এক্কেবারেই ভুল। লকডাউনের পরবর্তী পর্যায়ে 'করুণাময়ী রাণী রাসমণি' কিংবা 'নেতাজি'-র মতো জনপ্রিয় দুই ধারাবাহিক বন্ধের কোনও পরিকল্পনাই নেই চ্যানেল কর্তৃপক্ষের। এবিষয়ে একটি প্রেস বিবৃতিতে Zee বাংলার তরফে ক্লাস্টার হেড-ইস্ট, সম্রাট ঘোষ জানিয়েছেন, ''আমরা যা কিছুই করি না কেন, সেটা দর্শকদের কথা মাথায় রেখে। এমনকি COVID-19-এর এই প্রকোপের সময়ও আমরা সেগুলিই সম্প্রচার করেছি যেগুলি দর্শকদের পছন্দের এবং প্রাসঙ্গিক। এর মধ্যে রয়েছে 'প্রিয় তারকার আন্দরমহল', 'নন-স্টপ আবোল তাবোল', 'লকডাউন ডায়েরি', সারেগামাপা ২৫ বছরের কমসার্ট সহ অন্যান্য ডিজিটাল কনটেন্ট।'' 

আরও পড়ুন-সোনু সুদের প্রশংসায় মহারাষ্ট্রের রাজ্যপাল, শ্রমিকদের বাড়ি পাঠাতে মিলবে সরকারি সাহায্য

Zee বাংলার তরফে ক্লাস্টার হেড-ইস্ট, সম্রাট ঘোষ আরও জানান, ''লকডাউনে পরবর্তী পরিস্থিতিতে Zee বাংলা সবকিছুই নতুন করে শুরু করতে প্রস্তুত। যার মধ্যে কাদম্বিনী, ক্ষীরের পুতুল-এর মতো কিছু নতুন ধারাবাহিক রয়েছে। তেমনই করুণাময়ী রাণি রাসমণীর, নেতাজি, জয়বাবা লোকনাথ-এর মতো পুরনো জনপ্রিয় ধারাবাহিকগুলিও রয়েছে। আমরা শ্যুটিং সেটে সমস্ত নিরাপত্তা বজায় রেখেই আবারও কাজ শুরু করব। দর্শকদের আবারও Best in Class ধারাবাহিক পৌঁছে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।''

চ্যানেল কর্তৃপক্ষের এই বিবৃতি থেকেই স্পষ্ট, সকলের পছন্দের 'করুণাময়ী রাণী রাসমণি', 'নেতাজি'র মতো পছন্দের ধারাবাহিকগুলি বন্ধের কোনও সম্ভাবনাই নেই।

.