Youtuber: সোশ্যাল মিডিয়ায় আত্মহত্যার ইঙ্গিত জনপ্রিয় ইউটিউবারের, উদ্বিগ্ন নেটদুনিয়া
রবিবার রাতে একটি ভিডিও করে তার ক্যাপশনে লেখেন, 'আমার শেষ ভিডিও, আমি বাঁচতে চাই না'
পিয়ালি মিত্র-সৌমিতা মুখোপাধ্যায়: ফের সোশ্যাল মিডিয়ায় আত্মহত্যার ইঙ্গিত। কিছুদিন আগেই ফেসবুকে সুইসাইড নোট পোস্ট করে আত্মহনেনর পথ বেছে নিয়েছিলেন অভিনেত্রী ও মডেল দেবলীনা দে। এবার সেরকমই ফেসবুকে আত্মহত্যার ইঙ্গিত দিলেন ইউটিউবার ঐশ্বর্য মুখোপাধ্যায়। তাঁর পোস্ট ঘিরে ইতিমধ্যেই উদ্বিগ্ন নেটদুনিয়া। শুধু ঐশ্বর্যই নয়, তাঁর দিদি জেফার ও জামাইবাবু প্রীতমও জনপ্রিয় ইউটিউবার। রবিবার রাতে একটি ভিডিও করে তার ক্যাপশনে লেখেন, 'আমার শেষ ভিডিও, আমি বাঁচতে চাই না'
গত দুদিন ধরেই মানসিকভাবে বিপর্যস্ত সে কথা নিজেই ইউটিউবে বলেন ঐশ্বর্য। তাঁর কোনও ট্যালেন্ট নেই, তিনি বিগ জিরো এরকম নানা কমেন্টে জেরবার তাঁর মানসিক স্থিতি। এরকম জানলে কখনই ইউটিউবে আসতেন না তিনি, সেকথাই ভিডিওতে বলেন ঐশ্বর্য। তিনি বলেন, 'আমি দেড় বছর ধরে খেটে ভিডিও বানাই। কোনও আর্থিক সাহায্য ছাড়াই। আমি কাউকে ছোট করে উঠিনি। আমার বারবার ফোন আসছে। আমাকে দেখে লোকে হাসছে। আমাকে ঠেস দিয়ে কথা বলছে। আমি যে বিগ জিরো সেটা কমেন্ট বক্সে সবাই ভরিয়ে দিচ্ছে। আমাকে শুনতে হচ্ছে যে, প্রীতম দা আর দিদির জন্য আমি উঠেছি। আমি আর নিতে পারছি না। আমার দোষ কী?শোনার তো একটা লিমিট আছে। আমার তো তাহলে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। আমার দিদি তো ছোট থেকেই আমার দিদি, তাঁকে বা প্রীতমদাকে কী বলব যে না তোমরা আমার ভিডিওতে এসো না। কারণ তোমরা জনপ্রিয়। যতদিন কাজ করেছি, নিজের চেষ্টায় করেছি। আমার কনটেন্ট খারাপ বললে আমি মেনে নিতাম। কিন্তু ব্যক্তিগত আক্রমণ কেন? আমার ট্যালেন্ট ছাড়াই ১ লাখ ২৮ হাজার ফলোয়ার। হয়তো আমার ভিডিও বাজে হয়, কিন্তু এরকম কেন আমাকে ট্যালেন্টলেস বলা হচ্ছে?তাহলে কি আমি জগত ছেড়ে চলে যাব নাকি পুলিসকে গিয়ে সবটা জানাব? এবার হয়তো আমার বাবা মাকেও ফোন করে বলবে যে দিদির জন্য আমি নাম পেয়েছি। আমি সহানুভূতি পাওয়ার জন্য ভিডিও বানাচ্ছি না। আমার যেটা মনে হচ্ছে সেটাই বলছি।'
অন্য একটি ইউটিউবারের ভিডিও তুলে ধরেছেন ঐশ্বর্য। যেখানে ঐশ্বর্যকে তুলোধনা করে ঐ ইউটিউবার বলে যে তাঁর ভাগ্য যে সে জেফার আর প্রীতমের বোন। আসলে ঐশ্বর্য বিগ জিরো। কেন এই মন্তব্য করেছেন ইউটিউবার, তা নিয়েও প্রশ্ন তুলেছেন ঐশ্বর্য। পাশাপাশি তিনি জানান যে তাঁর কাছে দুটোই অপশন। এক তিনি আত্মহত্যা করবেন না হলে তিনি পুলিসের কাছে যাবেন।
জি ২৪ ঘন্টা ডিজিটালের তরফ থেকে ঐশ্বর্যের দিদি জাফেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান,'দীর্ঘ তিন মাস ধরে আমাকে নিয়ে ট্রোলিং ভিডিও বানাচ্ছে ফালতু ব্লগার নামের একটি টিম। তাঁরা আমার ব্যক্তিগত জীবন নিয়ে ৭টি ভিডিও বানিয়েছে। শুধুমাত্র ভিউ পাওয়ার জন্যই এই কাজ করেছে তাঁরা। আগে আমার সঙ্গেই কাজ করতেন তাঁরা কিন্তু কিছু মনোমালিন্যের কারণে তাঁরা এখন আলাদা হয়ে গেছে। সম্প্রতি আমার বোনকে নিয়েও ট্রোল করা শুরু করেছে। আমার বোন অনেক ছোট, সবে ১৮-এ পা দিয়েছে। ও মানসিকভাবে এত শক্ত নয়, খুবই ভেঙে পড়েছে। বোনের এই অবস্থা আমি মেনে নিতে পারছি না। ইতিমধ্যেই বেহালা পর্ণশ্রী থানায় ডেনারেল ডায়েরি করেছি। পরবর্তীতে আইনি পথেই হাঁটব। বোনকে চোখে চোখে রেখেছি, যাতে ও কোনও ভুল পদক্ষেপ না নিয়ে ফেলে।'
আরও পড়ুন: Madhavan: 'বাংলা শিখে বাংলা ছবিতে অভিনয় করতে চাই', কলকাতায় 'পরিচালক' মাধবন