Iman Chakraborty: 'অনুষ্ঠানের শেষেই...'! এবার বসন্তোৎসব কেন করছেন না ইমন? শোনালেন লিলুয়ায় ঠিক কী হয়

Iman Chakraborty On Basantotsava 2025: এবার লিলুয়ায় প্রাণের বসন্তোৎসব করছেন না ইমন! না করার কারণ সমাজমাধ্যমে জানিয়ে দিলেন...  

Updated By: Jan 20, 2025, 11:54 PM IST
Iman Chakraborty: 'অনুষ্ঠানের শেষেই...'! এবার বসন্তোৎসব কেন করছেন না ইমন? শোনালেন লিলুয়ায় ঠিক কী হয়

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী ১৪ মার্চ এবারের দোল পূর্ণিমা (Dol Purnima 2025)। বিগত ৮ বছর ধরে লিলুয়ার মানুষ যা দেখে আসছেন, এবার আর তা দেখতে পাবেন না তাঁরা। জাতীয় পুরস্কারজয়ী গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty) নিজের জন্মভিটে লিলুয়ায় এবার বসন্তোৎসবের আয়োজন করছেন না। আট বছর ঘটা করে প্রাণের অনুষ্ঠান করে আসছেন তিনি। তবে এবার তা বন্ধ করার সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন ক্ষুব্ধ গায়িকা! 

আরও পড়ুন: 'গানের প্রতি লাইনে জীবনের কাহিনি', রূপম ইসলামের কন্ঠে নতুন গান...

কেন আট বছরের রীতিতে ছেদ টানলেন গায়িকা?

বর্তমানে কর্মসূত্রে দক্ষিণ কলকাতার বাসিন্দা হলেও, ইমন কিন্তু নিজের শিকড়ের টান ভুলে যাননি। যে অঞ্চলে তিনি জন্মেছেন এবং বেড়ে উঠেছেন, সেই লিলুয়ার মানুষের কথা ভেবেই, ফি-বছর সেখানে বসন্তোৎসব করে থাকেন তিনি। নামী সব গায়ক-গায়িকারা ইমনের আমন্ত্রণে লিলুয়ায় পারফর্ম করে যান। ইমনের বসন্তোৎসব বেশ ঘটা করেই হয়। তবে এবার ইমন কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন স্থানীয়দের অসংযত আচরণেই!

ইমন সমাজমাধ্যমে লম্বা বিবৃতি দিয়ে লিখেছেন, 'এই বছর লিলুয়াতে বসন্ত উত্‍সব হচ্ছে না। কারণ হিসেবে জানাতে চাই, শেষ আট বছর ধরে আমরা লিলুয়াতে উত্‍সবটা করছিলাম। কিন্তু স্থানীয় মানুষ প্রতিবছর অনুষ্ঠানের শেষে এসে ঝামেলা করে গিয়েছেন। বেশ কিছু শিল্পীর সঙ্গে অভব্য আচরণ করেছেন। এটা আমাদের প্রাপ্য না। এখানে যাঁরা খেটে অনুষ্ঠানটা দাঁড় করান, তাঁরা একটি টাকাও নেন না। শিল্পীরাও নেন না। আমরা এটা লিলুয়ার মানুষদের জন্য করতাম। আমার মায়ের স্মৃতির উদ্দেশ্যে করতাম। অনেক কষ্ট নিয়ে এই অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হচ্ছি। জানি অনেকে খুশি হবেন। তবে এটাও জানি তার থেকে অনেক বেশি সংখ্যক মানুষ কষ্ট পাবেন। আমরা দুঃখিত। তবে এটাও জানিয়ে দিচ্ছি, আমরা ফিরব, আরও বড় আকারে ফিরব।'

বোঝাই যাচ্ছে ইমন কোন কষ্ট থেকেই এই সিদ্ধান্ত নিলেন আজ!

আরও পড়ুন: 'চোখ তুলে দেখো না, কে এসেছে...', নাচতে নাচতে মন্ডপে বর-কনে! বৈদিকমতে বিয়ে রুবেল-শ্বেতার...

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.