নিজস্ব প্রতিবেদন : ''আমাকে দেখতে ধনীদের মতো, গরিবের মতো নয়, যেটা আমি অনেক আগেই বুঝে গিয়েছিলাম।'' বেশকিছুদিন আগে 'কফি উইথ করণ'-এ এসে এমনই মন্তব্য করে বসেছিলেন কাজল। সম্প্রতি, নতুন করে ভাইরাল হওয়া এই ভিডিয়োতে ফের চর্চায় উঠে এসেছেন অভিনেত্রী। ঠিক কী বলছিলেন কাজল?

ভাইরাল হওয়া কাজলের 'কফি উইথ করণ'-এর এপিসোডটি ২০১৪-র। যেখানে কাজলের সঙ্গে হাজির ছিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। করণ কাজলকে প্রশ্ন করেছিলেন তিনি কি ধরনের ছবি দিয়ে কামব্যাক করতে চান? তিনি কি বাছাই করে ছবি করতে চান? উত্তরে কাজল জানিয়েছিলেন, তিনি যে চরিত্রে স্বচ্ছন্দ বোধ করেন না, তাতে অভিনয়ও করেন না। সেই সঙ্গে কাজল আরও বলেন, ''আমি অনেক আগেই ঠিক করে নিয়েছিলাম, আমায় দেখতে ধনীদের মতো, গরিবের মতো নয়। ছবিতে আমি যদি ঘাঘড়া চোলিও পরি, তাহলেও দেখি আমাকে নিম্মবিত্তদের মতো লাগছে না।''

আরও পড়ুন-বউ পেটানোর অভিযোগ, গ্রেফতার 'ইয়ে রিস্তা কেয়া কহলাতা হ্যায়'-র 'নৈতিক'

যদিও করণের মতে কাজল অনেকটাই ভুল। করণ জোহরের কথায়, বেশকিছু ছবিতে কাজলকে নিম্মবিত্তদের মতো লেগেছে। প্রসঙ্গত, শেষবার কাজলকে নেটফ্লিক্সে 'ত্রিভঙ্গ' বলে একটি ছবিতে দেখা গিয়েছে। 

English Title: 
When Kajol self-proclaimed 'I don't look poor' on 'Koffee With Karan'
News Source: 
Home Title: 

আমাকে কোনওদিনই গরিবের মতো লাগে না, ধনীদের মতোই লাগে : Kajol

আমাকে কোনওদিনই গরিবের মতো লাগে না, ধনীদের মতোই লাগে : Kajol
Yes
Is Blog?: 
No