ছেলের সামনেই শাহরুখকে দেখে যা করলেন তরুণী! (ভাইরাল ভিডিও)

তাঁর ফ্যান সর্বত্রই। তা সে বাড়িতেই হোক বা বাড়ির বাইরে। কারণ তিনি যে বলিউডের বাদশা। আর তাঁরই কি না পথ আটকে দিলেন এক তরুণী? এই ঘটনার ভিডিও সামনে আসতেই বর্তমানে তা ভাইরাল।

Updated By: Jun 22, 2016, 10:51 PM IST
ছেলের সামনেই শাহরুখকে দেখে যা করলেন তরুণী! (ভাইরাল ভিডিও)

ওয়েব ডেস্ক : তাঁর ফ্যান সর্বত্রই। তা সে বাড়িতেই হোক বা বাড়ির বাইরে। কারণ তিনি যে বলিউডের বাদশা। আর তাঁরই কি না পথ আটকে দিলেন এক তরুণী? এই ঘটনার ভিডিও সামনে আসতেই বর্তমানে তা ভাইরাল।

সম্প্রতি শাহরুখ খান একটি বিএমডাব্লু গাড়ি কিনেছেন। কাজ শেষে ছেলেকে নিয়ে তিনি মুম্বইয়ের ব্যস্ত রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় হঠাত্‍ই এক তরুণী তাঁর গাড়ি আটকে সামনে এসে দাঁড়ান। প্রথমটায় দেখে তাঁকে মাদকাসক্ত মনে হয় সকলেরই। কিন্তু, তারপরই ভুল ভাঙে কিং খান ও তাঁর ফ্যানেদের। ওই তরুণী রীতমতো তাঁকে গাড়ির বাইরে থেকেই প্রেম নিবেদন করতে থাকেন। অবশেষে পরিস্থিতি বেগতিক দেখে এলাকার মানুষরা তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে গেলে বলিউড বাদশা বাড়ি ফেরেন।

ভিডিওটি দেখতে ক্লিক করুন এই লিঙ্কে-

.