বিক্রমের গাড়ির CDR পরীক্ষা করে চাঞ্চল্যকর তথ্য পেলেন বিশেষজ্ঞরা

বিক্রমের দুর্ঘটনাকাণ্ডে নয়া তথ্য। দুর্ঘটনার আগে ব্রেকে সম্পূর্ণ চাপ দিতে পারেননি বিক্রম । ফলে থামেনি গাড়ি । গাড়ির CDR পরীক্ষা করে এমনই তথ্য পেয়েছেন বিশেষজ্ঞরা। আর এরপরই তদন্তকারীরা মনে করছেন, নিজের ওপর নিয়ন্ত্রণ না থাকায় দুর্ঘটনার আঁচ পেয়েও গাড়ি থামাতে পারেননি অভিনেতা । গাড়ি প্রস্তুতকারী সংস্থা সূত্রে খবর, বিক্রমের যে মডেলের গাড়ি, তাতে সিট বেল্ট পরা না থাকলেও এয়ারব্যাগ খুলতে সমস্যা হয় না। আর এরপরই প্রশ্ন উঠছে, তাহলে কেন এয়ারব্যাগ খোলেনি? মনে করা হচ্ছে, এর আগেও দুর্ঘটনার কবলে পড়েছিল। তখন এয়ারব্যাগ খুলেছিল। আর এরপর এয়ারব্যাগ রিসেট না করেই গাড়ি ব্যবহার করছিলেন বিক্রম ।

Updated By: May 12, 2017, 12:55 PM IST
বিক্রমের গাড়ির CDR পরীক্ষা করে চাঞ্চল্যকর তথ্য পেলেন বিশেষজ্ঞরা

ওয়েব ডেস্ক: বিক্রমের দুর্ঘটনাকাণ্ডে নয়া তথ্য। দুর্ঘটনার আগে ব্রেকে সম্পূর্ণ চাপ দিতে পারেননি বিক্রম । ফলে থামেনি গাড়ি । গাড়ির CDR পরীক্ষা করে এমনই তথ্য পেয়েছেন বিশেষজ্ঞরা। আর এরপরই তদন্তকারীরা মনে করছেন, নিজের ওপর নিয়ন্ত্রণ না থাকায় দুর্ঘটনার আঁচ পেয়েও গাড়ি থামাতে পারেননি অভিনেতা । গাড়ি প্রস্তুতকারী সংস্থা সূত্রে খবর, বিক্রমের যে মডেলের গাড়ি, তাতে সিট বেল্ট পরা না থাকলেও এয়ারব্যাগ খুলতে সমস্যা হয় না। আর এরপরই প্রশ্ন উঠছে, তাহলে কেন এয়ারব্যাগ খোলেনি? মনে করা হচ্ছে, এর আগেও দুর্ঘটনার কবলে পড়েছিল। তখন এয়ারব্যাগ খুলেছিল। আর এরপর এয়ারব্যাগ রিসেট না করেই গাড়ি ব্যবহার করছিলেন বিক্রম ।

নাবালিকা ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়াল দিনহাটায়

.