জুড়য়া টু-তে বরুণের জোড়া নায়িকা, জ্যাকলিন-তাপসির সঙ্গে রোমান্স করবেন ডেভিড পুত্র

সিক্যুয়েলের ভরা বাজারে এবার আসতে চলেছে 'জুড়য়া টু'।  সলমন খানের জুড়য়ার সিক্যুয়েলে সল্লুর জায়গায় দেখা যাবে বরুণ ধাওয়ানকে। ১৯৯৭-তে রিলিজ হওয়া জড়ুয়ায় সলমনের ছিল ডবল রোল। সলমনের দুই নায়িকা ছিলেন করিশ্মা কাপুর ও রম্ভা।

Updated By: Nov 21, 2016, 01:37 PM IST
জুড়য়া টু-তে বরুণের জোড়া নায়িকা, জ্যাকলিন-তাপসির সঙ্গে রোমান্স করবেন ডেভিড পুত্র

ওয়েব ডেস্ক: সিক্যুয়েলের ভরা বাজারে এবার আসতে চলেছে 'জুড়য়া টু'।  সলমন খানের জুড়য়ার সিক্যুয়েলে সল্লুর জায়গায় দেখা যাবে বরুণ ধাওয়ানকে। ১৯৯৭-তে রিলিজ হওয়া জড়ুয়ায় সলমনের ছিল ডবল রোল। সলমনের দুই নায়িকা ছিলেন করিশ্মা কাপুর ও রম্ভা।

আরও পড়ুন- শাহরুখের 'মন্নতে' মুক্তির আগেই দেখানো হল এই সিনেমা

এবার ২০১৭ সালে রিলিজ হওয়ার পরিকল্পনা নিয়ে তৈরি হতে চলা জুড়য়া টু-তে বরুণের দুই নায়িকা হলেন জ্যাকলিন ফার্নান্ডেজ ও তাপসি পান্নু। জড়ুয়ার মতই জড়ুয়া টু-তে পরিচালক হিসেবে থাকবেন বরুণের বাবা ডেভিড ধাওয়ান। কফি উইথ করণ অনুষ্ঠানে এসে বরুণ জানান, তার বিপরীতে জড়ুয়া টু-তে অভিনয় করবেন জ্যাকলিন, তাপসি। এর আগে ম্যায় তেরা হিরো সিনেমায় বরুণের দুই নায়িকা ছিলেন নারগিস ফাকরি, ইলিনা ডিক্রুজ

.