'চুপ কেন, কিছু তো বলুন', JNU কাণ্ডে নীরবতা নিয়ে অমিতাভকে বিঁধলেন নেটিজেনরা
JNU-তে হামলার প্রতিবাদে অমিতাভ বচ্চন কেন মুখ খুলছেন না, এবার সে বিষয়ে প্রশ্ন তুললেন নেটিজেনদের একাংশ৷
নিজস্ব প্রতিবেদন: এবার তো কিছু বলুন৷ গোটা দেশের মানুষের কাছে একজন রোল মডেল৷ তা সত্ত্বেও কিছু বলছেন না কেন? হিংসাত্মক ঘটনার বিরুদ্ধে মুখ খুলে তীব্র নিন্দা কেন করছেন না? JNU-তে হামলার প্রতিবাদে অমিতাভ বচ্চন কেন মুখ খুলছেন না, এবার সে বিষয়ে প্রশ্ন তুললেন নেটিজেনদের একাংশ৷
আরও পড়ুন : শাবানা থেকে স্বরা, JNU-তে হামলার তীব্র নিন্দায় বলিউড সেলেবরা
রবিবার নিজের ট্যুইটার হ্য়ান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন (Amitabh Bachchan) অমিতাভ বচ্চন৷ যেখানে হাত জোড় করে থাকতে দেখা যায় বিগ বি-কে৷ অমিতাভ বচ্চনের ওই ট্যুইট সামনে আসার পর থেকেই শুরু হয় জোর সমালোচনা৷ দাদা পদ্ম বিভূষণপ্রাপ্ত অভিনেতা অমিতাভ বচ্চন সম্প্রতি দাদা সাহেব ফালকে সম্মান পেয়েছেন৷ আরও অনেক সম্মান রয়েছে তাঁর ঝুলিতে৷ দেশের মানুষের কাছে তিনি একজন রোল মডেল৷ তা সত্ত্বেও কেন JNU কাণ্ডের নিন্দা করছেন না, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে৷
আরও পড়ুন : সংসার ও ছেলের দায়িত্ব নেননি কখনও, কুশল পঞ্জাবির মৃত্যু নিয়ে মুখ খুললেন স্ত্রী
কোনও মন্তব্য করতে অমিতাভ বচ্চন ভয় পাচ্ছেন বলেও অনেকে আক্রমণ করতে শুরু করেন বিগ বি-কে৷ যে সব পুরস্কার, সম্মান অমিতাভ পেয়েছেন, তার কোনও মূল্য নেই, যদি না তিনি অন্যায়ের প্রতিবাদ করেন, রুখে দাঁড়ান৷ এমনও মন্তব্য করতে শুরু করেন অনেকে৷ তবে নেটিজেনরা যে মন্তব্যই করন না কেন, বিগ বি কিন্তু এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটেই রয়েছেন৷
what is point of your awards, recognition and all that you have achieved, if you are a mute spectator to the blood, death and evil? Unless you are in their team...my heart says no, you can't be evil or heartless.
— Amulya (@Ameliya12128241) January 6, 2020
What is this angry young man? Go join to support students. Or all that drama on screen was fake as fcuk?
— Girish (@GirishNaught) January 5, 2020
Itna Q dar rhe ho ki condemn karne k words bhi nhi mil rhe hain
— Nooruddin khan (@Nkhan_6368) January 6, 2020
T 3602 -
— Amitabh Bachchan (@SrBachchan) January 5, 2020
রবিবার রাতে (JNU Attack) JNU ক্যাম্পাসে হামলা চালায় মুখোশধারী কিছু দুষ্কৃতী। হস্টেলে ঢুকে ভাঙচুর চালানো হয়। মাথা ফাটে স্টুডেন্টস্ ইউনিয়নের সভানেত্রী ঐশী ঘোষের। হামলায় জখম অধ্যাপক সুচরিতা সেন। ABVP-র বিরুদ্ধে বহিরাগতদের নিয়ে হামলার অভিযোগ। অভিযোগ অস্বীকার করেছে ABVP।
সবরমতী হস্টেল, মাহি মান্ডভি হস্টেল ও পেরিয়ার হস্টেলে হামলা চালানো হয় বলে অভিযোগ। লাঠি, রড দিয়ে আন্দোলনকারী পড়ুয়াদের পেটানো হয়। হস্টেল ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন বাম ছাত্র যুবরা। SFI শিবিরের অভিযোগ, মাফলার, আর মুখোশে মুখ ঢেকে ABVP-র গুন্ডারা হস্টেলে ঢুকে পড়ে। তাদের কারো হাতে ছিল লাঠি, কারো হাতে রড, কারো হাতে আবার হাতুড়ি। আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। তার মধ্যেই চলতে থাকে মার।