এ যেন 'আদিম প্রেম', আদিত্য-দিশার রসায়নে ঝড় উঠল ইন্টারনেটে

ইতিমধ্য়েই দিশা পাটানি এবং আদিত্য রয় কাপুরকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে 

Edited By: জয়িতা বসু | Updated By: Jan 6, 2020, 04:05 PM IST
এ যেন 'আদিম প্রেম', আদিত্য-দিশার রসায়নে ঝড় উঠল ইন্টারনেটে

নিজস্ব প্রতিবেদন: খুন করা কারও নেশা, কারও পেশা এবং কারও অভ্যেস৷ আদিত্য রয় কাপুর, অনিল কাপুর, দিশা পাটানি এবং কুণাল খেমুর গলায় খুনের হিম শীতল হুমকি শোনা যায়, তখন দর্শকদের গায়ে কাঁটা দিতে বাধ্য৷ যদিও অনিল কাপুর, দিশা পাটানি এবং আদিত্য রয় কাপুর কী কারণে ঠাণ্ডা মাথায় একে অপরকে খুনের হুমকি দিচ্ছেন, সে বিষয়ে ট্রলারে কোনও কিছুই স্পষ্ট নয়৷ বুঝতেই পারছেন, পরিচালক মোহিত সুরির সিনেমা (Malang) মালাং-এর কথাই বলা হচ্ছে৷

আরও পড়ুন : গোল্ডেন গ্লোবের রেড কার্পেটে নিকের ঘনিষ্ঠ, ভাইরাল প্রিয়াঙ্কার কীর্তি
সোমবার মুক্তি পেল মালাং-এর ট্রেলার৷ যেখানে (Aditya Roy Kapur) আদিত্য রয় কাপুরের সঙ্গে দিশা পাটানির বন্য প্রেমকে যেমন তুলে ধরা হয়েছে, তেমনি প্রশিক্ষিত খুনির মতো শিরশিরে গলায় হুমকি দিতে শোনা গিয়েছে কুণাল খেমুকে৷ পাশাপাশি দরাজ গলায় বুক চিতিয়ে হুমকি দিতে দেখা যায় (Anil Kapoor) অনিল কাপুরকেও৷ কিন্তু কী কারণে সিনেমার ওই ৪ অভিনেতা খুন করতে যাচ্ছেন এবং কাদের উপর প্রতিশোধ নিতে চাইছেন, মালাং-এর ট্রেলার থেকে সে বিষয়ে কিছুই স্পষ্ট হয়নি৷ ফলে পুরো গল্প জানতে হলে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে৷ কারণ, আগামী ৭ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে মালাং৷

আরও পড়ুন : নীল স্বর্গে ভেসে বেড়াচ্ছে 'জলপরী', ভিডিয়ো শেয়ার করলেন সারা
দেখুন ট্রেলার...

এর আগে ৪ ভাগে সামনে এসেছে মালাং-এর পোস্টার৷ কখনও দিশা, আদিত্য-র প্রেমের ছবি উঠে এসেছে পোস্টারে৷ আবার কখনও অনিল কাপুর, কখনও কুণাল খেমুর ছবি দিয়ে পোস্টার প্রকাশ্যে এসেছে৷ আবার কখনও আদিত্য, (Disha Patani) দিশা, অনিল কাপুর এবং কুণাল খেমুকে একসঙ্গে একই পোস্টারে দেখা যাচ্ছে৷

.