ওম পুরীর মৃত্যুর খবরে শোকে ভাসছে টুইটার

৬৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজের বাড়িতেই জীবনাবসান হয়েছে ভারতের কিংবদন্তি অভিনেতা ওম পুরীর। ২ বার জাতীয় পুরস্কার জয়ী এই অভিনেতা যে কেবল বলিউডকেই নিজের অভিনয়ের আলোড়নে আলোড়িত করেছিলেন তেমনটা একেবারেই নয়। বলিউড ছাড়াও দক্ষিণের ছবিতেও বেশ সারা জাগিয়েছিলেন এই অভিনেতা। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র মহলেও নিজের ছাপ রেখেছেন ওম পুরী। সিটি অফ জয়, দ্য উল্ফ, দ্য ঘোস্ট অ্যান্ড দ্য ডার্কনেস-এই ছবিগুলো তাঁর জীবনের শ্রেষ্ঠ কাজগুলোর মধ্যে সেরা কয়েকটি ছবি। বড় পর্দায় তো বটেই নাট্যমঞ্চেও ওম পুরী ছিলেন আইকন। নওয়াজউদ্দিন, ইরফান খানেদের কাছে তিনিই ছিলেন শিক্ষক। তাঁর অকাল প্রয়াণে শোকাহত সবাই। টুইটার ভাসছে ওম পুরীর মৃত্যু শোকে।

Updated By: Jan 6, 2017, 12:26 PM IST
ওম পুরীর মৃত্যুর খবরে শোকে ভাসছে টুইটার

ওয়েব ডেস্ক: ৬৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজের বাড়িতেই জীবনাবসান হয়েছে ভারতের কিংবদন্তি অভিনেতা ওম পুরীর। ২ বার জাতীয় পুরস্কার জয়ী এই অভিনেতা যে কেবল বলিউডকেই নিজের অভিনয়ের আলোড়নে আলোড়িত করেছিলেন তেমনটা একেবারেই নয়। বলিউড ছাড়াও দক্ষিণের ছবিতেও বেশ সারা জাগিয়েছিলেন এই অভিনেতা। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র মহলেও নিজের ছাপ রেখেছেন ওম পুরী। সিটি অফ জয়, দ্য উল্ফ, দ্য ঘোস্ট অ্যান্ড দ্য ডার্কনেস-এই ছবিগুলো তাঁর জীবনের শ্রেষ্ঠ কাজগুলোর মধ্যে সেরা কয়েকটি ছবি। বড় পর্দায় তো বটেই নাট্যমঞ্চেও ওম পুরী ছিলেন আইকন। নওয়াজউদ্দিন, ইরফান খানেদের কাছে তিনিই ছিলেন শিক্ষক। তাঁর অকাল প্রয়াণে শোকাহত সবাই। টুইটার ভাসছে ওম পুরীর মৃত্যু শোকে।

 

 

.