Actress Death: লাইভ স্ট্রিমিং অ্যাপস থেকে প্রেম! অভিনেত্রীর আত্মহত্যার পর গ্রেফতার ‘প্রেমিক’

Actress Death: রহস্যজনক মৃত্যু ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীর। জানা যায় তাঁকে হাসপাতালে নিয়ে এসেছিলেন তাঁর প্রেমিক। কিন্তু অভিনেত্রীকে মৃত ঘোষণা করার পর চিকিৎসকেরা পুলিস ডাকতেই হাসপাতাল থেকে পালিয়ে যান অভিনেত্রীর প্রেমিক। অবশেষে শুক্রবার গ্রেফতার হয় সেই ব্যক্তি।

Updated By: Nov 3, 2023, 09:39 PM IST
Actress Death: লাইভ স্ট্রিমিং অ্যাপস থেকে প্রেম! অভিনেত্রীর আত্মহত্যার পর গ্রেফতার ‘প্রেমিক’

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশের(Bangladesh) ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী(Tv Actress) হুমাইরা হিমুর(Humaira Himu) মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য। জানা যায় যে আত্মহত্যাই করেছেন অভিনেত্রী। তাঁর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ জিয়াউদ্দিন রুফিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-১। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এই খবর নিশ্চিত করেছেন।

আরও পড়ুন- Theatre Festival: শাসকের কোপে বাতিল চাকদহ নাট্য উৎসব? ‘ফ্যাসিজমের দৃষ্টান্ত’, সরব নাট্যব্যক্তিত্বরা...

বৃহস্পতিবার হিমুকে হাসপাতালে নিয়ে আসে ঐ ব্যক্তি। অন্যদিকে হিমুর মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসেন অভিনেত্রীর পিসি। কাঁদতে কাঁদতে বাংলাদেশের সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন তিনি। সেই সময় অভিনেত্রীর পিসি জানান, মূলত বিগো অ্যাপস (লাইভ স্ট্রিমিং অ্যাপস) থেকেই ছেলেটির সঙ্গে পরিচয় হয় হিমুর।

তিনি বলেন, ‘আমি যতটুকু জানি যে বিগো থেকেই ছেলেটির সঙ্গে পরিচয় হয় হিমুর। ওর বিগোর একটা ভালো টপ সেন্ডার ছিল। আমি ওকে বলেছিলাম যে, বিগোতে তুমি লাইভ করো, তারা সাপোর্টার এই পর্যন্তই তুমি থাক, বিয়ে পর্যন্ত যেও না। ৪/৫ দিন আগে এতটুকু কথাই ওর সঙ্গে আমার হয়েছিল’।

অভিনেত্রীর পিসি আরও বলেন, ‘আজকে এখানে এসেই জানলাম যে, রাফির নাম্বার ও ব্লক করেছে। এতকিছু তো আসলে জানি না। আনুমানিক দুপুর ২/৩ টার দিকে ছেলেটা হিমুর বাসায় গিয়েছিল এবং বিকেল ৫টা পর্যন্ত সেখানে ছিল। কিন্তু স্পটে মেকআপ আর্টিস্ট মিহিরও ছিল। তাই সেই ভালো বলতে পারবে আসলে কি হয়েছিল। সম্ভবত রাফির আইডির নাম উরফি জিয়া। মিহির এবং রাফি ওকে হাসপাতালে নিয়ে আসার পর হিমুর ফোন নিয়ে ওই ছেলে পালিয়ে যায়’। 

আরও পড়ুন- Vidya Balan on Gautam Halder: ‘সেদিনও আগামী ছবির গল্প নিয়ে কথা হল...’, গৌতম-প্রয়াণে চোখে জল বিদ্যার

হুমাইরা হিমু ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি এবং ইডেন মহিলা কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম নাট্য জগতে প্রবেশ করেন। ফ্রেঞ্চ নামক নাট্য দলের হয়ে তিনি অভিনয় করেন।

২০০৬ সালে টেলিভিশন নাটক ‘ছায়াবীথি’-তে প্রথম অভিনয় করেন তিনি। একই বছর পিআই (প্রাইভেট ইনভেস্টিগেটর) নামে একটি টিভি সিরিয়ালে অভিনয় করেন। তারপর ‘বাড়ি বাড়ি সারি সারি’, ‘হাউজফুল’, ‘গুলশান এভিনিউ’সহ অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন এই অভিনেত্রী। ঢাকার উত্তরার একটি বাড়িতে একাই থাকতেন এই অভিনেত্রী। তিনি অভিনয়শিল্পী সংঘেরও সদস্য ছিলেন।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.