Mamata Banerjee| Vivek Agnihotri: ‘কাশ্মীর ফাইলস’ নিয়ে মন্তব্যে আপত্তি! মুখ্যমন্ত্রীকে আইনি নোটিস বিবেক অগ্নিহোত্রীর...
Mamata Banerjee: বিবেক অগ্নিহোত্রীর দাবি, কাশ্মীর ফাইলস ও দিল্লি ফাইলস নিয়ে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন তা সত্যি নয়। এমনকী মুখ্যমন্ত্রীর কাছ থেকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন বিবেক অগ্নিহোত্রী। এমনকী তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে ঐ নোটিসে।
The Kashmir Files, Vivek Agnihotri, legal notice, Chief Minister, Mamata Banerjee, BJP, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাশ্মীর ফাইলস নিয়ে মন্তব্যের কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিস পাঠালেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী, অভিষেক আগরওয়াল ও পল্লবী যোশী। সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলনে দ্যা কেরালা স্টোরি প্রসঙ্গে কথা বলার সময়ে মুখ্যমন্ত্রী দ্য কাশ্মীর ফাইলকে বিজেপির দ্বারা ফান্ডেড ছবি ও প্রোপাগান্ডা সিনেমা বলে উল্লেখ করেন। সেই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। সেই মন্তব্যের বিরোধীতা করেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিস পাঠালেন পরিচালক।
সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কাশ্মীর ফাইলস কী? সমাজের একটা অংশকে অপমান করা হয়েছে। কেরালা স্টোরি কী? এটা একটা বিকৃত করা গল্প। বিজেপি কেরালা স্টোরিকে বিকৃত করে দেখাচ্ছে। কিছুদিন আগেই কিছু তারকা যাঁদের ফান্ড দেয় বিজেপি তাঁরা বাংলায় এসে বলে, কিছু মনগড়া ও বিকৃত গল্প নিয়ে তাঁরা বেঙ্গল ফাইলস বানাবে।’
VERY IMPORTANT:
In this video, I guess, @MamataOfficial didi is talking about me. Yes, I came to Bengal to interview survivors of Direct Action Day genocide instigated by Khilafat. And the role of Gopal Patha. Why are you scared? #TheKashmirFiles was about Genocide and… pic.twitter.com/x7OcaQ4A4k
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) May 8, 2023
সেই নোটিসে দাবি করা হয়েছে যে, কাশ্মীর ফাইলস নিয়ে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন তা সত্যি নয়। এমনকী মুখ্যমন্ত্রীর কাছ থেকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন বিবেক অগ্নিহোত্রী। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীকে সাংবাদিক সম্মেলন করে সেই মন্তব্য প্রত্যাহার করতে হবে। না হলে তাঁরা আইনি বন্দোবস্ত নেবেন বলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি চিঠি পাঠিয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী।
BREAKING:
I have, alongwith @AbhishekOfficl & Pallavi Joshi, sent a LEGAL NOTICE to the Chief Minister, Bengal @MamataOfficial for her false & highly defamatory statements made with malafide intention to defame us & our films #TheKashmirFiles & upcoming 2024 film #TheDelhiFiles. pic.twitter.com/G2SjX67UOB
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) May 9, 2023
বিবেক অগ্নিহোত্রী বলেন, ‘যেকোন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বড় বড় রাজনৈতিক নেতা, সাংবাদিকরাও বারংবার বলেছে যে কাশ্মীর ফাইলস প্রোপাগান্ডা ছবি। এবার আমার মনে হয়েছে যে, অনেক হয়েছে। এটা আর মেনে নেওয়া যায় না। আজকে দাঁড়িয়ে আমি তাঁদের সবাইকে বলতে চাই যে যাঁরা মনে করেন এই ছবি প্রোপাগান্ডা ফিল্ম তাঁরা আমায় সামনে এসে দেখান যে কোন শট, কোন ফ্রেম, কোন ডায়লগ দেখে তাঁদের মনে হয়েছে এটা প্রোপাগান্ডা ছবি। যদি না প্রমাণ করতে পারেন তাহলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।’