The Kerala Story Banned: 'যাঁরা ছবিটা দেখেননি তাঁরাই সবথেকে বেশি অভিযোগ করছেন', 'দ্য কেরালা স্টোরি' বিতর্কে মুখ খুললেন পরিচালক
The Kerala Story Controversy: সিনেমা চলাকালীন রাজ্যে হিংসার ছড়াতে পারে, এই অভিযোগ দায়ের হওয়ার পরই দ্য কেরালা স্টোরিকে নিষিদ্ধ করার নির্দেশ দেন মমতা। রাজ্য সরকারকে কড়া নির্দেশ দেন মুখ্য়মন্ত্রী। তিনি বলেন, 'বিকৃত তথ্য দিয়ে সিনেমা তৈরি হচ্ছে। একটি সম্প্রদায়কে নিয়ে সিনেমা তৈরি করা হয়েছে। বাংলাতেও বেঙ্গল ফাইলস তৈরি করতে চাইছে।'
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ট্রেলার মুক্তির পর থেকেই একের পর এক বিতর্কে জর্জরিত 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Stroy)। সুপ্রিম কোর্ট থেকে রাজনৈতিক তরজা বাকি নেই কিছুই। ছবি বিতর্কে মন্তব্য করেছেন খোদ প্রধানমন্ত্রী (Modi)। এই আবহেই সোমবার পশ্চিমবঙ্গে সেই ছবি নিষিদ্ধ করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর আগে তামিলনাড়ুতেও এই ছবির বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে হল মালিকরা। সমস্ত হল থেকেই সরিয়ে দেওয়া হয়েছে সেই ছবি। এরপরই মুখ খুললেন ছবির পরিচালক সুদীপ্ত সেন।
এদিন এ এন আইকে দেওয়া এক সাক্ষাৎকারে সুদীপ্ত সেন বলেন, 'যাঁরা এই ছবিটা দেখেননি তাঁরাই সবথেকে বেশি অভিযোগ করছেন। একবার ছবিটা দেখার পর কারও এ বিষয়ে কোনও অভিযোগ নেই। সমাজের প্রতিটি স্তরের মানুষ আমাদের প্রশংসা করছেন। আমাদের আর্শীবাদ করছেন যে দেশের জন্য একটা ভালো কাজ করতে পেরেছি।' তবে পুলিস সূত্রে জানা গিয়েছে, ছবির পরিচালক সুদীপ্ত সেন অভিযোগ করেছেন, তাঁর টিমের এক সদস্যকে হুমকি-মেসেজ পাঠানো হয়েছে। যদিও প্রথম তিন দিনের ব্যবসায় এই ছবি টেক্কা দিয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’-কেও।
#WATCH | Whoever has not seen the film is the biggest complainer. Once you see the film, nobody will have any complaints. Every section of the people is praising us, they are blessing us that we have done a great service to the nation doing this: Sudipto Sen, Director of 'The… pic.twitter.com/5Y3W35qkZ4
— ANI (@ANI) May 9, 2023
সিনেমা চলাকালীন রাজ্যে হিংসার ছড়াতে পারে, এমন অভিযোগ দায়ের হওয়ার পরই পশ্চিমবঙ্গে দ্য কেরালা স্টোরিকে নিষিদ্ধ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, ‘রাজ্যে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে পশ্চিমবঙ্গে 'দ্য কেরালা স্টোরি' চলচ্চিত্রটি নিষিদ্ধ ঘোষণা করা হল। এই সিনেমায় যেসব দৃশ্য দেখানো হয়েছে তা রাজ্যের শান্তিশৃঙ্খলার পক্ষে বিপজ্জনক হতে পারে আশঙ্কা করে কলকাতাসহ সব জেলাতে এই ছবির প্রদর্শন নিষিদ্ধ করা হল। শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই রাজ্য প্রশাসনের এই সিদ্ধান্ত।’
উল্লেখ্য, বিতর্কের মাঝেই ৫ মে মুক্তি পেয়েছে 'দ্য কেরালা স্টোরি'। যদিও কেরলের বিভিন্ন জেলায় এই ছবির স্ত্রিনিং বাতিল করা হয়েছে। ট্রেলার মুক্তির পর থেকেই এই ছবি ঘিরে উত্তাল হয় সোশ্যাল মিডিয়া। ছবির মাধ্যমে বিদ্বেষমূলক মানসিকতা ছড়ানোর চেষ্টা চালানো হচ্ছে। এমনকী ছবিকে ‘প্রোপাগান্ডা’ হিসাবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করে বাম-কংগ্রেস। প্রসঙ্গত, বাংলার আগে তামিলনাড়ুই প্রথম এই ছবি নিষিদ্ধ করে।