১২৫ কোটির দেশে দেড়শো কোটির ব্যবসা জঙ্গল বুকের
বলিউডের দেশে হলিউডের দাপট। রিলিজ করার পর থেকে এখনও পর্যন্ত ১৫০ কোটির ব্যবসা ভারতের বাজার থেকে আদায় করে নিয়েছে-'দ্য জঙ্গল বুক'। ৮ এপ্রিল ভারতে রিলিজ করেছিল 'দ্য জঙ্গল বুক', আমেরিকায় রিলিজ করে আরও এক সপ্তাহ পর।
ওয়েব ডেস্ক: বলিউডের দেশে হলিউডের দাপট। রিলিজ করার পর থেকে এখনও পর্যন্ত ১৫০ কোটির ব্যবসা ভারতের বাজার থেকে আদায় করে নিয়েছে-'দ্য জঙ্গল বুক'। ৮ এপ্রিল ভারতে রিলিজ করেছিল 'দ্য জঙ্গল বুক', আমেরিকায় রিলিজ করে আরও এক সপ্তাহ পর।
ভারতে এই সিনেমা ইংরাজি, হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় আত্মপ্রকাশ করে। ইন্দো-আমেরিকান অভিনেতা নীল শেঠির অনবদ্য ভূমিকা ভারতের সিনেপ্রেমীদের মন কেড়েছে।
বলিউড তারকা কিং খান তথা শাহারুখ খানের ছবি 'ফ্যান' ও হলিউড সিনেমা 'দ্য জঙ্গল বুক' একই সপ্তাহে রিলিজ করেছে। ১০ দিনের মধ্যেই ১০০ কোটির ক্লাবে ঢুকে যায় 'দ্য জঙ্গল বুক'। বলিউড তারকা ইরফান খান, প্রিয়াঙ্কা চোপড়া, নানা পটেকর প্রমুখেরা এই ছবিতে কণ্ঠ দিয়েছেন।