এখন ভাল আছেন তনুজা

Updated By: Nov 11, 2014, 11:08 AM IST
এখন ভাল আছেন তনুজা

চলচ্চিত্র উত্‍সবের উদ্বোধনী মঞ্চে বেশ ভালই ছিলেন। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে বিপত্তি। শ্বাসকষ্টের কারণে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হতে হল তনুজাকে। যদিও দুশ্চিন্তার কোনও কারণ নেই। চিকিত্‍সার পর রাতেই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে।

আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উত্‍সবে যোগ দিতে এসেছিলেন কলকাতায়। রাতে ছিল ডিনার পার্টি। সেখানেও যান। কিন্তু বাধ সাধল শরীর। আচমকা অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী তনুজা। তাঁর শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। কোনও ঝুঁকি নেননি মুখ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গে কলকাতার এক নামী বেসরকারি হাসপাতালে তিনি পৌঁছে যান তনুজাকে নিয়ে।

ঘণ্টা দেড়েক পর হাসপাতাল ছাড়েন বর্ষীয়ান এই অভিনেত্রী। এক ঝলকের জন্য দেখা গেল, গাড়িতে পাশে বসে মেয়ে তনিশা। তনুজার চোখে-মুখে তখনও ছিল খানিকটা বিধ্বস্ত ভাব।   

 

 

.