তাপসী শরীর নিয়ে আলোচনা, কড়া জবাব অভিনেত্রীর

পাল্টা প্রশ্নে নিম্ন রুচির ট্রোলারদের কড়া জবাব দিয়েছেন তাপসী। 

Updated By: Dec 18, 2018, 07:10 PM IST
তাপসী শরীর নিয়ে আলোচনা, কড়া জবাব অভিনেত্রীর

নিজস্ব প্রতিবেদন: সোশ্যাল সাইটে অভিনেত্রীদের ট্রোল হওয়ার ঘটনা নতুন নয়। এ ঘটনা মাঝে মধ্যেই ঘটে থাকে। তবে কেউ বা বিরক্ত হয়ে ট্রোলিংয়ের উত্তর দেন, কেউ বা এড়িয়ে যান। তবে অভিনেত্রী তাপসী পন্নু এড়িয়ে যাবার পাত্রী নন। পাল্টা প্রশ্নে নিম্ন রুচির ট্রোলারদের কড়া জবাব দিয়েছেন তাপসী। 

'পিঙ্ক' অভিনেত্রী বরাবরই নিজের মতো করে জীবন-যাপন করতে পছন্দ করেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাপসীকে এক ব্যক্তি লেখেন, '' তাপসী তোমার শরীরের অঙ্গগুলি আমার ভীষণ পছন্দ। '' আর এতেই বেজায় চটে যান অভিনেত্রী। পাল্টা জবাবে ওই ব্যক্তিকে তাপসী পন্নু প্রশ্ন করেন, ''আমারও আমার শরীরের অঙ্গগুলি ভীষণ পছন্দের, তা কোনটা বেশি পছন্দ আপনার, আমি কিন্তু আমার মস্তিস্ককে ভীষণই পছন্দ করি।''

আরও পড়ুন- বাংলার রসগোল্লায় বাধা শাহরুখ! জানেন কীভাবে?

ট্রোলারকে কড়া জবাব দেওয়ায় অনেক নেটিজেনই অভিনেত্রীর প্রশংসার পঞ্চমুখ হয়েছেন।

তবে সবথেকে হাসির বিষয় কেউ কেউ আবার তাপসী পন্নুর উত্তর পড়ে অন্য একটি ট্যাব খুলে cerebrum (সেরিব্রাম) শব্দের অর্থও খঁজেছেন। কি বিশ্বাস হচ্ছে না? দেখুন...

প্রসঙ্গত এর আগেও বহুবার ট্রোল হতে হয়েছে তাপসী পন্নুকে। প্রতিবারই তিনি কড়া জবাব দিয়েছেন।

আরও পড়ুন-ঝাঁসির রানি লক্ষ্মীবাইয়ের রণংদেহি রূপে ভয় ধরাচ্ছেন কঙ্গনা

.