হেলমেট না পরে বাইক চালানোর অভিযোগে তাপসীর জরিমানা

নিজেই ছবি শেয়ার করেন তাপসী 

Edited By: জয়িতা বসু | Updated By: Nov 18, 2020, 06:31 PM IST
হেলমেট না পরে বাইক চালানোর অভিযোগে তাপসীর জরিমানা
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন : ​হেলমেট না পরে বাইক চালানোর অভিযোগে জরিমানা করা হল তাপসী পান্নুকে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবি শেয়ার করে নিজেই এমন খবর ভক্তদের জানান বলিউড অভিনেত্রী।

আরও পড়ুন : মহামারীতে তিনি 'ত্রাতা', সদ্যোজাতদের রক্ষা করতে ৪২ লিটার স্তন্যদুগ্ধ দান 'ষান্ড কি আঁখ'-এর প্রযোজকের

বর্তমানে 'রেশমি রকেট' নামে একটি নয়া ছবির শ্যুটিং করছেন তাপসী পান্নু। লোনাভলা, পুনে এবং মুম্বইয়ের বিভিন্ন জায়গায় বর্তমানে শ্যুট করা হচ্ছে রেশমি রকেটের। মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় শ্যুটিংয়ের সময় আচমকাই তাপসী পান্নু বাইক নিয়ে বেরিয়ে পড়েন। হেলমেট না পরে তিনি কেন রাস্তায় বাইক নিয়ে ঘোরাঘুরি করচেন! এমন প্রশ্ন করে তাঁকে পুলিস পাকড়াও করে। এরপরই তাঁকে জরিমানা গুনতে হয় বলে জানান অভিনেত্রী।

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

নিজে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবি শেয়ার করে তাপসী জানান, এই ছবি তোলার আগেই তাঁকে জরিমানা করা হয় পুলিসের তরফে।

এদিকে সম্প্রতি বিস্ফোরক মন্তব্য করেন তাপসী পান্নু। তিনি বলেন, কেরিয়ার শুরুর পর থেকে তাঁকে বিভিন্ন ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। একবার একটি সিনেমার শ্যুটিং শুরুর পর তিনি জানতে পারেন, নায়কের স্ত্রীর তাঁকে পছন্দ হয়নি। সেই কারণে ওই সিনেমা থেকে বাদ দেওয়া হয় তাঁকে। তাপসী পান্নু ওই মন্তব্যের পর থেকে বলিউডে ফের শোরগোল শুরু হয়েছে।

.