সুশান্ত মৃত্যুতে CBI তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের রায়ে কী বলল অভিনেতার পরিবার
বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে ধন্যবাদ জানিয়েছে অভিনেতার পরিবার। ধন্যবাদ জানানো হয়েছে সংবাদমাধ্যমকেও।
নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুত মামলায় CBI তদন্তের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই রায়ে খুশি অভিনেতার পরিবার। এই মামলায় CBI তদন্তের দাবিতে যাঁরা এতদিন লড়াই করছেন তাঁদেরকে এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে ধন্যবাদ জানালো অভিনেতার পরিবার। ধন্যবাদ জানানো হয়েছে সংবাদমাধ্যমকেও।
সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর সুশান্তের পরিবারের তরফে একটি বিবৃতি দেওয়া হয়। যেখানে বলা হয়, '' এই মামলার তদন্ত দেশের অন্যতম বড় তদন্তকারী সংস্থার হাতে গিয়েছে। আশা রাখি, এই জঘন্য অপরাধের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা বিচারের আওতায় আসবেন। আজকের এই রায় দেশের গণতান্ত্রিক কাঠামোর উপর বিশ্বাস আরও বাড়িয়ে তুলল।''
আরও পড়ুন-সুশান্ত মৃত্যুর তদন্ত কেন CBI-এর হাতে দেওয়া উচিত, সুপ্রিম কোর্টের ৫টি বড় মন্তব্য
সকলকে ধন্যবাদ জানিয়ে সুশান্তের পরিবারের তরফে বিবৃতিতে লেখা হয়, ''সকল বন্ধু, শুভাকাঙ্খী, সংবাদমাধ্যম এবং সারা বিশ্বব্যাপী সুশান্তের লক্ষ লক্ষ অনুরাগীদের আমরা সুশান্তের পরিবারের তরফে ধন্যবাদ জানাচ্ছি। ব্যক্তিগতভাবে আমরা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকেও ধন্যবাদ জানাচ্ছি, এই মামলায় দিশা দেখিয়ে উনিই প্রথম বিচারের আওতায় এনেছিলেন। পাশাপাশি, বিচারের প্রতি জনগণের লড়াই ও বিশ্বাস একটা বড় ভূমিকা নিয়েছে। যেটা আরও একবার আমাদের দেশের গণতান্ত্রিক কাঠামোর প্রতি বিশ্বাস আরও দৃঢ় করে তুলল।''
Now that the country's premier investigating agency has taken over, we believe that all those involved in the dastardly crime will be brought to justice. Today's development reaffirmed our faith in India as a robust democracy: #SushantSinghRajput's family pic.twitter.com/4txSukPiml
— ANI (@ANI) August 19, 2020
সুশান্তের পরিবারের তরফে নিযুক্ত আইনজীবী বিকাশ সিং বলেন, ''সুপ্রিম কোর্টের এই রায় সুশান্ত সিং রাজপুতের পরিবারের কাছে একটা বড় জয়। আদালত স্পষ্ট জানিয়েছে, সুশান্ত মৃত্যুতে পাটনায় যে FIR দায়ের করা হয়েছে, তা সঠিক ছিল। ওই FIR-এর ভিত্তিতে পুরো বিষয়টি খতিয়ে দেখবে CBI। আমরা আশা রাখছি, আমরা বিচার পাবো।''
SC also said that any other FIR registered in connection with the Sushant Singh Rajput's death will also be investigated by the CBI. We hope that we should get justice very soon. The family is very happy with the verdict: Vikas Singh, Lawyer of Sushant Singh Rajput's father https://t.co/93a6w4HoqA
— ANI (@ANI) August 19, 2020
প্রসঙ্গত, সুশান্ত মামলায় CBI তদন্তের নির্দেশ দিয়ে, এই মামলায় এখনও পর্যন্ত উঠে আসা সমস্ত তথ্য মুম্বই ও বিহার পুলিসকে CBI-এর হাতে তুলে দিতে বলেছে শীর্ষ আদালত।
আরও পড়ুন-সুশান্তের নামে মানসিক সচতনতা প্রচারের ফান্ড, একতা কাপুরের উপর চটল অভিনেতার পরিবার