সুশান্ত মৃত্যু রহস্যে সিবিআই তদন্ত, বিহার সরকারের সুপারিশে ইতিবাচক মনোভাব দেখাল কেন্দ্র
সলিসিটর জেনারেল জানান শীর্ষ আদালতে
নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখাল কেন্দ্র। সুশান্ত মৃত্যু রহস্যে বিহার সরকারের সিবিআই তদন্তের প্রস্তাবের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখানো হচ্ছে বলে বুধবার সুপ্রিম কোর্টে জানান সিলিসিটর জেনারেল তুষার মেহতা।
প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত প্রক্রিয়া যাতে বিহার থেকে সরিয়ে মুম্বইতে নিয়ে আসা হয়, শীর্ষ আদালেতর কাছে সেই আবেদন জানান রিয়া চক্রবর্তী। বুধবার রিয়ার আবেদন শোনা হবে বলে শীর্ষ আদালতের তরফে জানানো হয়। সেখানেই বিহার সরকারের সপারিশে ইতিবাচক মনোবাব দেখানো হয় কেন্দ্রের তরফে।
মঙ্গলবার সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিংয়ের সঙ্গে কথা বলেন বিহারের ডিজিপি। সেখানেই সুশান্তের বাবাকে আশ্বস্ত করা হয় বিহার সরকারের তরফে। সংবাদ সংস্থা এএনইয়ের সামনে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জানান, সুশান্তের মৃত্যুর তদন্তভার যাতে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়, তার জন্য বিহার সরকারের তরফে সুপারিশ জানানো হচ্ছে।