ভারতীয় বায়ু সেনাকে স্যালুট জানালেন টালিগঞ্জের তারকারা
বাদ যাননি টালিগঞ্জের তারকারাও।
নিজস্ব প্রতিবেদন: পুলওয়ামা জঙ্গি হামলার পর ভারতীয় বায়ু সেনার পাল্টা প্রতিঘাতের খবরে উচ্ছ্বসিত গোটা দেশ। শুধু সাধারণ দেশবাসীই নয়, সার্জিক্যাল স্ট্রাইক-২ এ খুশির হাওয়া তারকা মহলেও। এমন পদক্ষেপের জন্য ভারতীয় বায়ু সেনাকে স্যালুট জানিয়েছেন বলিউড তারকা থেকে শুরু করে দক্ষিণী তারকারাও। বাদ যাননি টালিগঞ্জের তারকারাও।
দেব, রুক্মিণী মৈত্র, মিমি চক্রবর্তী থেকে শুরু করে সোহম চক্রবর্তী, অঙ্কুশ হাজরা, পরমব্রত চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার, ঐন্দ্রিলা সেন, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, বিরসা দাশগুপ্ত সহ আরও অনেকেই ভারতীয় সেনাকে স্যালুট করেছেন। সকলেই নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করে দেশের সেনাকে শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুন-পুলওয়ামায় শহিদদের পরিবারকে ১৫ কোটি টাকা দিলেন শাহরুখ!
দেখুন কে কী বলছেন...
#IndianAirForce #SurgicalStrikes2
Our heroes behind the surgical strike part2. Salute to the Indian Air Force.#jaiHind #JaiBharat pic.twitter.com/nJLUPJawl8— Mimssi (@mimichakraborty) February 26, 2019
Jai Hind pic.twitter.com/JWUFaILWRw
— Dev (@idevadhikari) February 26, 2019
A day where Love is to be celebrated, today we are but only filled with Hurt.
Why so much hatred towards humanity?
The meaning of this day has changed forever..
I have no words, but only prayers for the families of our brave soldiers #Pulwama #KashmirTerrorAttack— RUKMINI MAITRA (@RukminiMaitra) February 14, 2019
Salute @IAF_MCC
— Priyanka Sarkar (@PriyankaSarkarB) February 26, 2019
Whaat a dayyy.. The neighbouring country and the terrorists should understand we indians dnt work like Newton’s third law.. Coz for all ur action u wl get definitely not equal but even more worse more deadly more intense reaction.. Proud of our #IAF .. #jaiHind .. #ProudIndia
— ANKUSH #Villain (@AnkushLoveUAll) February 26, 2019
অঙ্কুশের টুইটটাই রিটুইট করেছেন ঐন্দ্রিলা সেন।
Whaat a dayyy.. The neighbouring country and the terrorists should understand we indians dnt work like Newton’s third law.. Coz for all ur action u wl get definitely not equal but even more worse more deadly more intense reaction.. Proud of our #IAF .. #jaiHind .. #ProudIndia
— ANKUSH #Villain (@AnkushLoveUAll) February 26, 2019
My salute regards and respect to IAF.
— Soham Chakraborty (@myslf_soham) February 26, 2019
সাংবাদিক বরখা দত্তের টুইটটাই রিটুইট করেছেন পরিচালক বিরসা দাশগুপ্ত।
আরও পড়ুন-সার্জিক্যাল স্ট্রাইক ২: ভারতীয় সেনাকে শুভেচ্ছা দক্ষিণী তারকাদের
Even if #AirStrike in #Balakot across line of control in POK and not namesake in KPK (details awaited on this) a huge huge ops and a huge statement by India. First use of air power by India across line of control since 1971. @IAF_MCC congratulations and God bless. #PulwamaAttack
— barkha dutt (@BDUTT) February 26, 2019
You saw it coming, didn’t you? Well done @IAF_MCC #IndianAirForce what follows shall also dealt with.
— parambrata (@paramspeak) February 26, 2019
Salute to the daredevil IAF pilots who braved to strike in the heart of our enemy. It's time for all Indians to stand united as one.#IndiaStrikesBack #JaiHind
— Madhur Bhandarkar (@imbhandarkar) February 26, 2019
এই ভারতীয় বায়ু সেনার জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার ঘটনায় টুইট করেছেন অক্ষয় কুমার, স্বরা ভাস্কর, অভিষেক বচ্চন, অজয় দেবগন, সোনাক্ষী সিনহা, পরিচালক এস এস রাজামৌলি, মহেশ বাবু, রজনীকান্ত সহ আরও অনেকেই।
আরও পড়ুন-সার্জিক্যাল স্ট্রাইক ২: ভারতীয় সেনাকে স্যালুট জানালেন বলি তারকারা