'পরিণীতা' পর এবার 'ধর্মযুদ্ধ', মুন্নির লুকে চমক শুভশ্রীর

জন্মদিনে এক্কেবারেই সাদামাটা চেহারায় ধরা দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সৌজন্যে 'ধর্মযুদ্ধ'।  

Updated By: Nov 3, 2019, 08:46 PM IST
'পরিণীতা' পর এবার 'ধর্মযুদ্ধ', মুন্নির লুকে চমক শুভশ্রীর

নিজস্ব প্রতিবেদন: পরনে অতি সাধারণ সিন্থেটিক শাড়ি সঙ্গে হলুদ ব্লাউজ। হাতে শাঁখা-পলা। গ্ল্যামারাস নয়, জন্মদিনে এক্কেবারেই সাদামাটা চেহারায় ধরা দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সৌজন্যে 'ধর্মযুদ্ধ'।  

৩ নভেম্বর শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জন্মদিনেই প্রকাশ্যে আনা হল আগামী ছবি 'ধর্মযুদ্ধ' এ তাঁর লুক। যে ছবিতে মুন্নির বেশে ধরা দেবেন অভিনেত্রী। তবে অবশ্য শুধু মুন্নির লুকই নয়, ছবির অন্যান্য ভূমিকায় ঋত্বিক চক্রবর্তী, সোহম চক্রবর্তী, পার্নো মিত্র, স্বাতীলেখা সেনগুপ্তর লুকও প্রকাশ্যে এনেছেন রাজ। ছবিতে স্বাতীলেখা সেনগুপ্তকে দেখা যাবে আম্মির ভূমিকায়। পার্নোর চরিত্রের নাম শবনম, জাব্বরের ভূমিকায় সোহম, ঋত্বিককে দেখা যাবে রাঘবের ভূমিকায়।

আরও পড়ুন-'কিল করদা'র পর আড্ডায় নিজের 'পাগলপন' নিয়ে হাজির মালবিকা

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

আরও পড়ুন-মা হতে চলেছেন? জল্পনা উস্কে দিলেন দীপিকা

জানা যাচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষাপটে এগোবে রাজের 'ধর্মযুদ্ধ'র গল্প। ছবিতে শুভশ্রীর স্বামীর ভূমিকায় দেখা যাবে সপ্তর্ষি মৌলিককে।  ছবির গল্প পদ্মনাভ দাশগুপ্ত ও রাজ চক্রবর্তীর। চিত্রনাট্যও লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত নিজেই। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ছবির বেশ অনেকটা অংশের শ্যুটিং হয়েছে পুরুলিয়াতে। ছবির শ্যুটিং অবশ্য শেষ হলেও বাকি রয়েছে ডাবিং সহ ছবির অন্যান্য কাজ এখনও বাকি রয়েছে। আগামী বছর ২০ মার্চ মুক্তি পাবে 'ধর্মযুদ্ধ'।

সাম্প্রতিককালে মুক্তি পাওয়া রাজ চক্রবর্তীর পরিচালনায় 'পরিণীতা' ছবিতে নিজের অভিনয় দক্ষতায় দর্শকদের চমকে দিয়েছেন শুভশ্রী। তাই তাঁর থেকে দর্শকদের আশা আরও অনেকটাই বেড়েছে। 'মুন্নি' ভূমিকাতেও শুভশ্রী দর্শকদের আরও নতুন কিছু উপহার দেবেন বলেই আশা সিনেমাপ্রেমীদের।

.