স্ত্রী মিথিলাকে ৩ কোটির গাড়ি উপহার দিলেন সৃজিত মুখোপাধ্যায়? কী বললেন পরিচালক!

নিজের ফেসবুক হ্যান্ডেলেই খবর শেয়ার করেন সৃজিত মুখোপাধ্যায় 

Edited By: জয়িতা বসু | Updated By: Dec 23, 2019, 03:53 PM IST
স্ত্রী মিথিলাকে ৩ কোটির গাড়ি উপহার দিলেন সৃজিত মুখোপাধ্যায়? কী বললেন পরিচালক!

নিজস্ব প্রতিবেদন: স্ত্রী মিথিলাকে নাকি ৩ কোটির গাড়ি দিয়েছেন (Srijit Mukherji) সৃজিত মুখাপাধ্যায়৷ সম্প্রতি (Youtube) ইউটিউবে এমনই একটি খবর ছড়িয়ে পড়ে হু হু করে৷ স্ত্রীকে ৩ কোটির গাড়ি উপহার দেওয়ার বিষয়ে মুখ খুললেন সৃজিত মুখোপাধ্যায়৷

আরও পড়ুন :  মেকআপ ছাড়া কেমন দেখতে সারাকে! ভাইরাল সইফ আলি খানের মেয়ের ছবি
নিজের ফেসবুক হ্যান্ডেলে ওই খবর শেয়ার করেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় পরিচালক৷ ওই খবর শেয়ারের পর সৃজিত লেখেন, তাঁর জীবনের সবচেয়ে দামি গুজব এটি৷ নিজের সোশ্যাল হ্যান্ডেলে ইউটিউবের লিংক দিয়ে ওই খবর শেয়ারের পরই তা ভাইরাল হয়ে যায়৷ পাশাপাশি সৃজিতের ভক্তরাও বিষয়টি নিয়ে হাসতে শুরু করেন৷
দেখুন পরিচালকের সেই পোস্ট...

 

সম্প্রতি (Bnagladesh) বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী (Mithila) রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন সৃজিত মুখোপাধ্যায়। বিয়ের পর ঢাকায় শ্বশুরবাড়িতে সৃজিত মুখোপাধ্যায়ের খাওয়া দাওয়া নিয়ে বিতর্ক দানা বাঁধতে শুরু করে। বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলে, সৃজিতের পাতে যে খাবর পড়ে, তার তালিকা ছিল বেশ লম্বা।

আরও পড়ুন : নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রতিবাদ, বিস্ফোরক সোনাক্ষী সিনহা

শ্বশুরবাড়িতে সৃজিতের পাতে পড়়ে সাদা ভাত, ঝিরিঝিরি আলু ভাজা, লইট্যা শুঁটকি, ডাল, কড়াইশুঁটি দিয়ে পাবদা মাছ, মুরগির ঝোল আর বাঁধাকপি দিয়ে গো-মাংস। শ্বশুরবাড়িতে খাবারের সেই তালিকা নিজেই ফেসবুকে পোস্ট করেন পরিচালক। পরিচালকের ওই পোস্ট ঘিরে ফের শুরু হয়ে যায় বিতর্ক। যার অবশ্য সপাটে জবাবও দেন পরিচালক।

.