Jhansi-তে জলের সমস্যা মেটাতে কল বসাচ্ছেন Sonu Sood

এবার উত্তরপ্রদেশের ঝাঁসীর বাসিন্দাদের জন্য জলের ব্যবস্থা করার আশ্বাস দিলেন সোনু সুদ। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Feb 26, 2021, 03:17 PM IST
Jhansi-তে জলের সমস্যা মেটাতে কল বসাচ্ছেন Sonu Sood

নিজস্ব প্রতিবেদন : লকডাউনে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন এবং ধীরে ধীরে গরিব মানুষদের ত্রাতা হয়ে উঠেছেন সোনু সুদ। তাঁর কাছে সাহায্য চেয়ে ফিরতে হয়েছে, এমন মানুষ হয়তবা খুব কমই আছেন। গোটা দেশবাসীর কাছে তিনিই এখন বর্তমানের 'সুপার হিরো'। এবার উত্তরপ্রদেশের ঝাঁসীর বাসিন্দাদের জন্য জলের ব্যবস্থা করার আশ্বাস দিলেন সোনু সুদ। 

সম্প্রতি, এক ঝাঁসীর এক বাসিন্দা জলের সমস্যার কথা সোনু সুদকে জানান। আর তারপরই, ঝাঁসীতে জলের পাম্প বসানোর উদ্যোগ নিয়েছেন সোনু। এবিষয়ে সোনু সুদ নিজেই জানিয়েছেন, ''এক ব্যক্তি আমায় জানিয়েছেন ঝাঁসীতে জলই নেই। সেখানকার বাসিন্দারা, শিশুরা ভীষণই সমস্যার মধ্যে জীবন কাটাচ্ছেন। তাঁরা জলের জন্য পায়ে হেঁটে বহুদূরে গিয়ে জল নিয়ে আসেন। আমি তাই ওখানে হাতে টানা কল বসানোর উদ্যোগ নিয়েছি। যাতে ওই এলাকায় জলের সমস্যা মিটে যায়।''  

সোনু সুদ আরও জানান, ''এই উদ্যোগে গ্রামবাসীরা ভীষণই খুশি। তাঁরা এতটাই উৎসাহী যে যেখানে কল বসানো হচ্ছে, সেখানে গিয়ে ভিড় করে দাঁড়িয়েছিলেন। কোনও একদিন আমিও ওখানে যাব, ওই হাতে টানা কল থেকে জল খেয়ে আসব।''

লকডাউনের সময়ে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে বহু অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ। সম্প্রতি উত্তরাখণ্ডে হিমাবাহ ভেঙে প্রাকৃতিক দুর্যোগের ঘটনায় বহু পরিবারের পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ। 

.