নাম না করে সলমনকে আক্রমণ? 'সঙ্গীতজগত থেকেও আত্মহত্যার খবর পেতে পারেন' বিস্ফোরক সোনু
ক্ষোভ উগড়ে দিয়েছেন দুই মিউজিক কোম্পানির বিরুদ্ধে।
নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে অনেক কিছুই। এই মৃত্যুর কারণ হিসাবে অনেকেই বি-টাউনের স্বজনপোষণ নীতি, 'বলিউড মাফিয়া'দের রাজত্ব নিয়ে মুখ খুলতে শুরু করেছেন। এই সব আলোচনার মধ্যেই বিস্ফোরক মন্তব্য করলেন খ্যাতনামা সঙ্গীতশিল্পী সোনু নিগম। সঙ্গীত জগতেও স্বজনপোষণ রয়েছে বলে মন্তব্য করেছেন সোনু। ক্ষোভ উগড়ে দিয়েছেন দুই মিউজিক কোম্পানির বিরুদ্ধে।
নিজের ইউটিউব চ্যানেলে সোনু একটি ভিডিয়ো প্রকাশ করেছেন, সেখানে তিনি অনেক কথাই প্রকাশ্যে এনেছেন। সোনু বলেছেন, ''এই মুহূর্তে গোটা ভারত অনেককিছুর মধ্যে দিয়ে যাচ্ছে। এক সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মানসিক ও আবেগের চাপ রয়েছে। এটাই স্বাভাবিক, চোখের সামনে একটা তরতাজা প্রাণ চলে যাওয়াটা মানা কঠিন। যদি কেউ এটাতে প্রভাবিত না হয়, তাহলে বলতে হবে সে খুবই নিষ্ঠুর। আমিও একজন মানুষ, আমার উপরও প্রভাব পড়েছে। আমি মিউজিক কোম্পনির কিছু অনুরোধ করতে চাই। আজ সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয়েছে, কাল কোনও গায়ক, কোনও সঙ্গীত, পরিচালক, গীতিকার, সুরকারের সঙ্গেও এমনটা ঘটতে পারে। ফিল্মের থেকেও বড় মাফিয়া সঙ্গীত জগতে রয়েছে। আর এটা দুর্ভাগ্যজনক। আমি এটা বুঝি যে ব্যবসা করাটাও দরকার। তবে অনেকেই ভাবেন আমিই রাজত্ব করব। আমার তো ভাগ্য ভালো যে আমি অতটাও প্রভাবিত হই নি। অনেক অল্প বয়সে এসেছিলাম। কিন্তু যাঁরা নতুন আসছে, তাঁদের জন্য সময়টা কঠিন। এটা নিয়ে অনেকেই আমার কাছে ক্ষোভ প্রকাশ করেন। অনেক ক্ষেত্রে মিউজিক ডিরেক্টর কাজ করতে চায়, প্রযোজক কাজ করতে চায়, অথচ শেষ সময় মিউজিক কোম্পানি গিয়ে আটকে দেয়।''
সোনুর আরো বলেন, ''আমি বুঝি আপনারা সবকিছু নিজেদের আয়ত্তে রাখতে চান, তবে এমনটা করবেন না, আশীর্বাদ, অভিষাপের একটা ব্যাপার রয়েছে। আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে দুটো কোম্পানির হাতেই সমস্ত ক্ষমতা রয়েছে। ওরাই ঠিক করেন, কে গাইবে, কে গাইবে না। আমার তো কপাল ভালো আমি অনেক আগেই বেরিয়ে গেছি। তবে এসব কারণে, নতুন গায়ক, সঙ্গীত পরিচালকরা অবসাদে ভোগেন। যদি ওনাদের কিছু হয়, তাহলে কিন্তু আপনাদের উপরও প্রশ্ন উঠবে। নতুনদের প্রতি দয়া করে একটু দয়ালু হোন। আমার সঙ্গেও এমনটা হতে পারে। হতে পারে আমি গাইতে গেলাম, ওই অভিনেতা বলে দিল যে ওকে গাওয়াবেন না। যে অভিনেতাকে নিয়ে এখন প্রশ্ন উঠছে। উনি অরিজিৎ সিংয়ের সঙ্গেও এমনটা করেছিলেন। এত ক্ষমতা দেখাবেন না। আমিও অনেক গান গেয়েছি, যেটা ডাব হয়েছে। এটা বলতেও আমার অস্বস্তি হচ্ছে। এটা খুবই অপমানজনক। আমি তো বলি নি আমাকে দিয়ে গান গাওয়ান, আমায় গান গাইয়ে, পরে সেটা সরিয়ে দেওয়াটা অপমানজনক। আমি ১৯৮৯ সাল থেকে রেকর্ডিং করছি। আর এটা হাস্যকর আমার কাছে।''
সোনু এদিন আরও বলেন, ''আমার সঙ্গে যদি এমন করা হয়, তাহলে অল্প বয়সীদের সঙ্গে আপনারা কী করবেন! একটা গান ৯জনকে দিয়ে গাওয়ানো হয়েছে। এটা কী! দয়া করে একটু নমনীয় হোন। একটা গায়ককে দিয়ে ১০টা গান গাইয়ে ১০টাই বদলে দেওয়া হয়, পরে ১১ নম্বরটা হয়তা বলা হয় ঠিক আছে। এসব কেন? কোনও গায়ক, গীতিকার, সঙ্গীতপরিচালকদের সঙ্গে এটা করা অন্যায়। আমি কাজ দিচ্ছি বলে যা খুশি করব, এই মানসিকতাটা খারাপ। একজন নতুন কেউ যখন আসছে, তখন তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমি বলেছি বলে হয়ত অনেকের রাগ হতে পারে। কিন্তু আমি যা দেখেছি, তাই বলছি, যাঁরা নতুন তাঁদের প্রতি সহৃদয় হোন। ''
প্রসঙ্গত, এদিন সোনু নিগম দুই মিউজিক কোম্পানির প্রতি তোপ দাগার পাশাপাশি তিনি যে সলমনকে আক্রমণ করেছেন বলেই দাবি করছেন অনেকে।
@BeingSalmanKhan is the bollywood mafia...
— Bibhav Karn (@BibhavKarn) June 19, 2020
I think its salman khan because he replaced sonu nigam from the song Hangover at the last moment after the recording of song in sonu's voice and placed himself at sonu's place.He even said in an award function that he don't need sonu to sing his songs .Salman himself can sing.
— Anam Sharma (@AnamSharmaAsim) June 19, 2020
Salman khan ki purani adat hay ..sonu ne pta nhi kitne gane gaye us chutiye k liye un sb ko usne Atif se Gawa liya,fir yhi Arjit ke sth kiya hmsb ne dekha hay hm sb jante hain ...mujhe pta hay kyuki main gata hun hun maine dekha hay ye krte huy bht baar ..
— Shubham S Rajput (@Shubhamsr3) June 19, 2020
Ans is @BeingSalmanKhan laura ka being human jiska baap aisa hai uska paidaish kaisa hoga....achha hota ye pakistan chala jata 1947 me
— Ps PrNc (@prnc020) June 19, 2020
যদিও সোনু সরাসরি সলমনের নাম একেবারেই উল্লেখ করেননি। তবে অরিজিৎ সিংয়ের সঙ্গে অন্যায়ের প্রসঙ্গ টেনে আনার পরই অনেকে মনে করছেন সোনুর তির সলমন খানের দিকেই ছিল।