Somy Ali | Salman Khan: সলমানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, ফের বিস্ফোরক সোমি আলি

Somy Ali | Salman Khan: এক সাক্ষাৎকারে সোমি দাবি করেছিলেন, ‘আমি আর সলমান ভালোই ছিলাম। সেই সময় হাম দিল দে চুকে সনমের শ্যুটিং শুরু হয়। সলমান ঐশ্বর্যর দিকে ঝুঁকে পড়ে। সেই সময় আমায় মারধরও করে। ঐশ্বর্যর সঙ্গে সলমানের সম্পর্কের কথা জানার পরেই সরে আসি।’

Updated By: Jul 10, 2023, 06:04 PM IST
Somy Ali | Salman Khan: সলমানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, ফের বিস্ফোরক সোমি আলি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউড থেকে অনেকদিনই দূরে রয়েছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সোমি আলি(Somy Ali)। সলমান খানের(Salman Khan) সঙ্গে তাঁর সম্পর্কের কথা সকলেরই জানা। সম্প্রতি সুপারস্টারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন অভিনেত্রী। বলিউডে থাকাকালীন তাঁকে কোন কোন খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, সম্প্রতি সেই বিষয়ে মুখ খোলেন সোমি। এবার কারোর নাম না করেই বিস্ফোরক অভিনেত্রী। সোমি তুলে ধরলেন কোন কোন অত্যাচার তাঁকে সহ্য করতে হয়েছে বলিউডে।

আরও পড়ুন- Parambrata Chatterjee: অনুপম রায়ের প্রাক্তন স্ত্রীয়ের সঙ্গে গোপন বিয়ের গুঞ্জন, মুখ খুললেন পরমব্রত

সোমি বলেন যে ‘বিশাল স্টার’-এর হাতে দিনের পর দিন কীভাবে অত্যাচারিত হয়েছেন তিনি। তিনি বলেন, ‘আমাকে পোস্ট সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। এমনকী আমার বিবেচনা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। আমার নাকি পান করার সমস্যা আছে, তা নিয়ে গসিপও হবে। কিন্তু আমি থামব না, কারণ যে অপমান, যে অত্যাচারের মধ্যে দিয়ে আমায় যেতে হয়েছে তা তুমি ভাবতেও পারবে না। যেখানে কেউ আমার পাশে দাঁড়ায়নি, কারণ অত্যাচারী বিশাল স্টার আর সবাই তাঁর বন্ধু। সে যে কারোর কেরিয়ার ভাঙতে ও গড়তে পারে।’

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Somy Ali (@realsomyali)

সোমির দাবি, সলমানের বিরুদ্ধে মুখ খোলার পর থেকেই তাঁকে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হতে হয়েছে। তিনি দাবি করেন যে অনেকেই তাঁর পরিস্থিতি বোঝে বলে দাবি করেছে কিন্তু তাঁরা কেউই বন্ধ দরজার পিছনে সেই অত্যাচার সহ্য করেননি। তাঁর দাবি যে একজন অভিনেতা যাঁকে সোমি খুবই শ্রদ্ধা করেন তাঁর কাছে সেই অত্যাচারী স্টার হলেন একজন ভালো মানুষ। কারণ সে নিজেও ঐ স্টারের কাছে বাঁধা।

আরও পড়ুন- Shruti-Swarnendu Wedding Photo: 'স্বপ্নের মতো দিন!',সাদা জামদানি-রুপোর গয়নায় নজরকাড়া শ্রুতির বিয়ের লুক,মেনুতে ২৩ পদ...

যদি গোটা পোস্টে কারোর নাম নেননি সোমি। তবে তাঁর পোস্টের হ্যাশট্যাগে দেখা গেল সলমান খানের নাম। সঙ্গে দেখা গেল জিয়া খানের নামও। কিছু বছর আগেই সলমান খানের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে সরব হয়েছিলেন সোমি আলি। তিনি বলেছিলেন যে ‘সলমানের সঙ্গে বিচ্ছেদের ২০ বছর হয়ে গেছে। ও আমাকে ঠকিয়েছিল। আমি সম্পর্ক ভেঙে বেরিয়ে আসি। খুবই সিম্পল ব্যাপার। সলমানের থেকে কোনও ভালো কিছু শিখিনি তবে ওর বাবা-মায়ের থেকে শিখেছিলাম। ওঁরা কখনও ধর্মে বিশ্বাস করে না, মানুষকে মানুষের মতো দেখে। ওঁদের বাড়ি সকলের জন্য খোলা। সবাইকেই আপন করেন নেন ওঁরা, বিশেষ করে সলমানের মা সলমা আন্টি।’

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.