দেবের প্রেমে পড়েছেন টলিউডের এই নায়িকা

ওয়েব ডেস্ক: একেবারে খোলামেলা উত্তর। কোনও লুকোচুরি খেলায় না গিয়ে টলিউডের তারকা অভিনেত্রী সোহিনী সরকার জানিয়ে দিলেন, "দেবের সঙ্গে প্রেম হয়ে যদি দুটো তিনটে সিনেমা হয়, তাহলে মন্দ কী!" বাংলার একটি বহুল প্রচলিত সংবাদ পত্রিকায় অভিনেত্রী সোহিনী সরকারের যে সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে সেখানে এই তারকা সাফ জানিয়েছেন, দেব এখন টলিউডের বড় নায়ক, দেবের সঙ্গে তাঁর প্রেম হলে বাণিজ্যিক ছবিতে একটা অন্য দিগন্ত খুলে যাবে...। আরও পড়ুন- ভারত নিয়ে পাকিস্তানী অভিনেত্রীর বক্তব্যে ফের বিতর্ক

তবে দেবের প্রেম পড়ার প্রশ্নে সোহিনীর প্রাথমিক প্রতিক্রিয়া ছিল অতীব সাধারণ, যেমনটা টলিউডের নায়িকারা প্রেমের প্রশ্নে সচরাচর বলে থাকেন। 'মহানায়ক' দেব ওরফে সাংসদ দীপক অধিকারী এখন রক্মিনীর সঙ্গেই প্রেম করছেন, টলিউডে এই খবরটা আর নতুন নয়। সাংবাদিক বন্ধুর সঙ্গে সম্পর্কটা এখন নেই, কয়েকদিনের মধ্যেই গুঞ্জন সোহিনী দেবের প্রেমে পড়েছেন, উত্তরে সোহিনী টেনে আনলেন রক্মিনীর প্রসঙ্গই। হাসতে হাসতে বললেন, "রুক্মিণী (দেবের প্রেমিকা) শুনলে আমাকে মারবে"। 

English Title: 
Sohini Loves Superstar Dev!
News Source: 
Home Title: 

দেবের প্রেমে পড়েছেন টলিউডের এই নায়িকা

দেবের প্রেমে পড়েছেন টলিউডের এই নায়িকা
Yes
Is Blog?: 
No