Smriti Irani Viral Video: মিনি স্কার্টে ব়্যাম্পে স্মৃতি ইরানি, জন্মদিনে ভাইরাল ২৫ বছরের পুরনো ভিডিয়ো...
Viral Video: মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় টপ নাইনে পৌঁছতে পারেননি স্মৃতি। তবে এখানেই থেমে থাকেনি তাঁর জার্নি। এরপর অভিনয়ের জগতে পা রাখেন তিনি। মিকা সিংয়ের সাওয়ান ম্যায় লগ গয়ি আগ অ্যালবামের গান বোলিয়াঁ-য় দেখা যায় তাঁকে।
Smriti Irani Viral Video, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন স্মৃতি ইরানি। বর্তমানের ইউনিয়ন ক্যাবিনেট মন্ত্রী ১৯৯৮ সালে অংশগ্রহণ করেছিলেন মিস ইন্ডিয়া প্রতিযোগিতায়। বৃহস্পতিবার স্মৃতির জন্মদিনে ফের ভাইরাল ২৫ বছর আগের সেই ভিডিয়ো। ভিডিয়োতে দেখা যাচ্ছে শর্ট স্কার্টে ব়্যাম্প মাতাচ্ছেন অভিনেত্রী মন্ত্রী। স্মৃতির পরনে প্রিন্টেড স্কার্টের সঙ্গে মানানসই কমলা টপ আর মাথায় টুপি।
আরও পড়ুন-Srabanti: নারীপাচার চক্রে নাম জড়িয়েছে, নিজের বিরুদ্ধেই লড়াইয়ে শ্রাবন্তী...
সেই বছরের মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় টপ নাইনে পৌঁছতে পারেননি স্মৃতি। তবে এখানেই থেমে থাকেনি তাঁর জার্নি। এরপর অভিনয়ের জগতে পা রাখেন তিনি। মিকা সিংয়ের সাওয়ান ম্যায় লগ গয়ি আগ অ্যালবামের গান বোলিয়াঁ-য় দেখা যায় তাঁকে। ২০০০ সালে টিভি সিরিয়াল 'আতিশ' ও 'হাম হ্যায় কল আজ অউর কল'-এ অভিনয়ের মাধ্যমে অভিনয়ের জগতে স্মৃতি ইরানির অভিষেক হয়। এরপর কবিতা সিরিয়ালেও অভিনয় করেছিলেন তিনি। কিন্তু বালাজি টেলিফিল্মসের কিঁউকি সাস ভি কভি বহু থি-র মাধ্যমে একতা কাপুরের হাত ধরে বিশাল স্টারডম অর্জন করেছিলেন স্মৃতি। তিনি পরপর পাঁচটি ভারতীয় টেলিভিশন একাডেমি পুরস্কার, চারটি ভারতীয় টেলি পুরস্কার জিতেছেন স্মৃতি। তবে এরপর আর কোনও সিরিয়ালে দেখা যায়নি তাঁকে।
এরপর ২০০৩ সালে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন স্মৃতি ইরানি। ২০০৪ সালে তিনি মহারাষ্ট্র যুব শাখার সহ-সভাপতি হন। ২০১৯ সালে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে হারিয়ে আমেঠির সাংসদ হন স্মৃতি। সেখান থেকেই কেন্দ্রীয় মন্ত্রী হন স্মৃতি। কিছুদিন আগেই মেয়ের বিয়ে দেন অভিনেত্রী। তাঁর মেয়েকে আশীর্বাদ করতে পৌঁছে ছিলেন শাহরুখ খান। স্মৃতির সঙ্গে শাহরুখের সেই ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।