বাদ্যযন্ত্র নিয়ে বিমানে উঠতে দেওয়া হল না শ্রেয়াকে, ক্ষোভ প্রকাশ গায়িকার
বাদ্যযন্ত্র নিয়ে বিমানে উঠতে দেওয়া হয়নি। এই ঘটনায় ক্ষুব্ধ জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।
নিজস্ব প্রতিবেদন: বাদ্যযন্ত্র নিয়ে বিমানে উঠতে দেওয়া হয়নি। এই ঘটনায় ক্ষুব্ধ জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।
বুধবার শ্রেয়া নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, '' আমার ধারণা সিঙ্গাপুর এয়ারলাইনস সঙ্গীতশিল্পী বা অন্য কোনও কাউকে তাঁদের মূল্যবান বাদ্যযন্ত্র নিয়ে বিমানে উঠতে দেয় না। যাইহোক, জানা থাকলো ধন্যবাদ। ''
আরও পড়ুন-লুকোনোর চেষ্টা বৃথা, শ্রাবন্তী-রোশন মধুচন্দ্রিমা কাটাচ্ছেন এই দেশেই! ফাঁস হল ছবিতে...
I guess @SingaporeAir does not want musicians or any body who has a precious instrument to fly with on this airline. Well. Thank you. Lesson learnt.
— Shreya Ghoshal (@shreyaghoshal) May 15, 2019
শ্রেয়ার এই টুইটটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অনেকেই সঙ্গীতশিল্পীর সমর্থনে এগিয়ে আসেন।
Well, I didn't expect this from Singapore Airlines though. It is one of the best airlines. But yes Shreya doesn't tweet up things unless they are bad/worse.
— Hansaja (@hansajaaa) May 15, 2019
Don't worry di.. There must be a solution to recover it.Cheer up! Everything will be sort out.
— Sonali Projapoti #TeamShreya (@SonaSsg) May 15, 2019
This is really bad @SingaporeAir you must handle with care of such valuable things , this is not at all done fir a musician their instrument plays a important role..Hope you look into this issue and help for this damage what you have done !!
— Divya Iyer! #Teamshreya(@divsLoveSG) May 15, 2019
I don’t know what is wrong with the Airlines Companies these days. They keep on changing regulation on what you can carry and what you can’t. Do they know how much inconvenience they cause to passengers.
— pksen1@hotmail.com (@pksen1hotmailco) May 15, 2019
This is really sad to read!:(
plz take care.Everything will be ok!— Surma Aktar #TeamShreya (@Surma_SG) May 15, 2019
Don't worry di.. There must be a solution to recover it.Cheer up! Everything will be sort out.
— Sonali Projapoti #TeamShreya (@SonaSsg) May 15, 2019
বিষয়টি নজরে আসতেই শ্রেয়ার টুইটের উত্তর দেয় সিঙ্গাপুর এয়ারলাইনস কর্তৃপক্ষ। লেখা হয়, '' ঘটনার জন্য আমরা দুঃখিত। তবে বিমানের কর্মীদের তরফে ঠিক কী জানানো হয়েছিল তা বিস্তারিত জানালে খুব ভালো হয়। ধন্যবাদ। ''
Hi Shreya, we are sorry to hear this. May we seek more details of your concerns and what was last advised by our colleagues? Thank you.
— Singapore Airlines (@SingaporeAir) May 15, 2019
তবে শেষপর্যন্ত গায়িকা শ্রেয়া ঘোষালের সমস্যার সমাধান হয়েছিল কিনা তা অবশ্য জানা যায়নি।