চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা শ্রীরাম লাগু, শোকের ছায়া সিনে জগতে
হিন্দিসহ বেশ কয়েকটি আঞ্চলিক সিনেমায় অভিনয় করেন শ্রীরাম লাগু
নিজস্ব প্রতিবেদন: চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা তথা থিয়েটার শিল্পী (Shriram Lagoo) শ্রীরাম লাগু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলে ৯১ বছর।
রিপোর্টে প্রকাশ, বেশ কয়েকদিন ধরে দীননাথ মঙ্গেশকর হাসপাতালে ভর্তি ছিলেন শ্রীরাম লাগু। সেখানেই চলছিল তাঁর চিকিতসা। কিন্তু গত ২ দিন ধরে তাঁর অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল। অবশেষে মঙ্গলবার (Pune) পুনেতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই (Actor) অভিনেতা। হৃদযন্ত্রের সমস্যাতেই শ্রীরাম লাগুর মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা যাচ্ছে।
১৯৭৮ সালে ঘারোন্দা সিনেমার জন্য ফিল্মফেয়ার পুরষ্কার জিতে নেন শ্রীরাম লাগু। থোড়িসি বেওয়াফাই, নাসিহাত, আওয়াম-সহ একাধিক হিন্দি সিনেমায় অভিনয় করেন শ্রীরাম লাগু। হিন্দির পাশাপাশি মারাঠিসহ আরও বেশ কয়েকটি আঞ্চলিক ভাষার সিনেমায় কাজ করেছেন শ্রীরাম লাগু।
তবে দেশ পরদেশ, মুকাদ্দর কা সিকন্দর, লুটমার, জ্যোতি বনে জোয়ালা, নিশানা, সয়ম্বর, শ্রীমান শ্রীমতি, লাওয়ারিস-এর মতো সিনেমায় শ্রীরাম লাগুর অভিনয় দর্শকদের মনে দাগ কেটে যায়। বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিল্পী মহলে।
শ্রীরাম লাগুর মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর শোক প্রকাশ করেন, ঋষি কাপুর, পরেশ রাওয়াল, মধুর ভান্ডারকর, সুনীল শেঠি, অশোক পন্ডিতরা।
Saddened at the passing away of veteran actor Dr Shriram Lagoo. An accomplished thespian, his role portrayals were a hallmark of many Hindi films, Marathi films and stage for over four decades. My condolences to his family and fans
— Mamata Banerjee (@MamataOfficial) December 17, 2019
কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শোক প্রকাশ করেন শ্রীরাম লাগুর মৃত্যুতে।