বিয়ের পিঁড়িতে বসেননি, মা হতে চাইছেন তপসী!

সংবাদমাধ্যমের মুখোমুখি হন বলিউড অভিনেত্রী

Updated By: Sep 10, 2019, 07:17 PM IST
বিয়ের পিঁড়িতে বসেননি, মা হতে চাইছেন তপসী!

নিজস্ব প্রতিবেদন: 'পিঙ্ক', বেবি, মিশন মঙ্গল-এর মতো একাধিক জনপ্রিয় সিনেমায় দেখা গিয়েছে তাঁকে। একের পর এক সিনেমায় অভিনয় করে বলিউডে নিজের জায়গা পোক্ত করে নিয়েছেন। বুঝতেই পারছেন তপসী পান্নুর কথাই বলা হচ্ছে। মিশন মঙ্গল মুক্তির পর সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তপসী।

আরও পড়ুন : রানির মতো সাজ, ভাইরাল ঐশ্বর্য রাই বচ্চনের সাধের ছবি

সেখানে তিনি বলেন, বিয়ে তখনই করবেন, যখন তাঁর মনে হবে জীবনে এবার সন্তানের প্রয়োজন। অর্থাত পরিবারে ছোট কারও উপস্থিতি অনুভব করার প্রয়োজন মনে করলেই বিয়ের পিঁড়িতে চটপট বসে পড়বেন বলে জানান বলিউডের এই প্রথম সারির অভিনেত্রী।

আরও পড়ুন : দক্ষিণী রীতিতে তিরুপতিতেই বিয়ে, জানালেন জাহ্নবী

তপসী পান্নুর পাশাপাশি সম্প্রতি প্রকাশ্যে আসে বলিউড অভিনেত্রীর বোন শগুন পান্নুর ছবি। শগুনকে এখনও পর্যন্ত বলিউডের কোনও সিনেমায় স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি। তবে তপসীর মতো শগুন পান্নুও যে বি টাউনে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে একেবারে প্রস্তুত, তা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলের ছবি থেকেই বেশ স্পষ্ট।

.