পায়ে চোট পেয়ে হাসপাতালে শত্রুঘ্ন সিনহা, ছুটে গেলেন সোনাক্ষি

জিমে শারীরিক কসরত করতে গিয়ে পায়ে চোট পেলেন অভিনেতা তথা রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা। মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি করা হয় বলিউঢের 'খামোশ' হিরোকে। জিমে কোনওভাবে পায়ে আঘাত পান শত্রুঘ্ন, এরপর তিনি বাড়ি ফিরে আসেন। প্রথমে হাসপাতালে ভর্তি চাননি এই বিজেপি নেতা তথা অভিনেতা। কিন্তু পরিবারের লোকেরা একপ্রকার জোর করেই তাঁকে হাসপাতালে ভর্তি করেন।

Updated By: May 5, 2015, 08:00 PM IST
পায়ে চোট পেয়ে হাসপাতালে শত্রুঘ্ন সিনহা, ছুটে গেলেন সোনাক্ষি

ওয়েব ডেস্ক: জিমে শারীরিক কসরত করতে গিয়ে পায়ে চোট পেলেন অভিনেতা তথা রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা। মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি করা হয় বলিউঢের 'খামোশ' হিরোকে। জিমে কোনওভাবে পায়ে আঘাত পান শত্রুঘ্ন, এরপর তিনি বাড়ি ফিরে আসেন। প্রথমে হাসপাতালে ভর্তি চাননি এই বিজেপি নেতা তথা অভিনেতা। কিন্তু পরিবারের লোকেরা একপ্রকার জোর করেই তাঁকে হাসপাতালে ভর্তি করেন।

বাড়ির লোকেরা তাঁকে হাসপাতালে ভর্তি করেন। এদিকে, বাবার পায়ে আঘাত লাগার খবর পেয়ে ছুটে আসেন সোনাক্ষি সিনহা। ডাক্তাররা জানিয়েছেন, এখন ভালই আছেন শত্রুঘ্ন। তবে কবে বা কখন তাঁকে ছাড়া হবে সে বিষয়ে কিছু এখনও জানা যায়নি।

.